আরও এক পৃথিবীর খোঁজ পেল নাসা, বয়স হাজার কোটি বছর
দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন আমাদেরই পৃথিবী। কিন্তু আরও বড়। আরও উত্তপ্তন ঠিক পৃথিবীর আদিম অবস্থার মতো গনগনে তার তেজ। যেন জলের মতো ফুটছে। আকারে-ভরেও পেল্লায়। আমাদের সূর্যের মতোই এক নক্ষত্রকে ঘিরে পাক খেয়ে চলেছে। সে গ্রহের সূর্যও আমাদের সূর্যের…