
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : বাজি কারখানায় বিস্ফোরণে দুজনের মৃত্যু হল কাঁথি থানার পশ্চিম কুশবনিতে। আহত ছ’জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। কাঁথি মহকুমা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
আজ দুপুর তিনটে নাগাদ বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারপাশ। এর তীব্রতা ছিল এতটাই যে ওই বাজি কারখানা তো বটেই, পাশে থাকা একটি পাকা বাড়িও নিমেষে উড়ে যায়।
গ্রামবাসীদের অভিযোগ, ওই বাড়িটিতে বেআইনি ভাবে বাজি তৈরি হতো। আজ দুপুরেও চলছিল সেই কাজ। পাশেই রয়েছে একটি গ্রিল কারখানা। সেই কারখানাতে ঝালাইয়ের কাজ চলাকালীন আগুনের ফুলকি উড়ে গিয়ে পড়ে বারুদের স্তুপে। মুহূর্তে বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। সাতজনকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় কাঁথি হাসপাতালে। পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহত চার জনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন, হাসপাতালের ডাক্তাররা।
ওই বাড়িতে বোমা তৈরি হচ্ছিল, না কি বাজি, তা নিয়ে প্রাথমিক ভাবে সংশয় ছিল পুলিশের। পরে পুলিশ জানায়, বেআইনিভাবে বাজি তৈরি হতো ওই বাড়িতে। তবে গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।