
বিজেপির দ্বিতীয় তালিকায় ১ জনের নাম, খড়্গপুরে দিলীপ ঘোষকে নিয়ে দোলাচল অব্যাহত
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বিধানসভা প্রথম দু’দফার নির্বাচনে মোট ৬০ টি আসনে ভোট গ্রহণ হবে। তার মধ্যে প্রথম তালিকায় ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। সোমবার আরও এক জনের নাম ঘোষণা করা হল। পুরুলিয়ার কাশীপুর থেকে প্রার্থী করা হয়েছে কমলকান্ত হাঁসদাকে।
যার অর্থ প্রথম দু’দফার নির্বাচনে এখন দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা বাকি রয়েছে। খড়্গপুর এবং বাঁকুড়ার বড়জোরা। খড়্গপুর আসনে বিধায়ক ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে লোকসভা ভোটে দিলীপবাবু মেদিনীপুর থেকে জেতার পর তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। পরে উপ নির্বাচনে অবশ্য ওই আসনটি বিজেপির হাতছাড়া হয়েছে।

বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষ যাতে খড়্গপুরে প্রার্থী হন সে ব্যাপারে দলের রাজ্য নেতাদের অনেকের দাবি রয়েছে। এর পাল্টা মতও রয়েছে। তা হল, দিলীপবাবু রাজ্য সভাপতি। তিনি প্রার্থী হলে তাঁর নিজের প্রচারে আটকে যাবেন। তাঁর গোটা রাজ্যেই প্রচার করার কথা। তবে দিলীপবাবুর ঘনিষ্ঠরা বলছেন, খড়্গপুরে ১ এপ্রিল ভোট হয়ে যাবে। অর্থাৎ ২৮ তারিখের পরই ফ্রি হয়ে যাবেন দিলীপবাবু। তা ছাড়া চার জন জেলা সভাপতিকে দল ইতিমধ্যে প্রার্থী করেছে।
এই বিবদমান যুক্তির মাঝে খড়্গপুর আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ওই আসনে মনোনয়ন পেশ করার শেষ দিন হল ১২ মার্চ। ফলে মনে করা হচ্ছে, কাল মঙ্গলবারের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করে দেবেন জেপি নাড্ডা-অমিত শাহরা।