
দ্য ওয়াল ব্যুরো : শনিবার তেলঙ্গানার সেকেন্দ্রাবাদে পরীক্ষা দিতে এসেছিল গোপী রাজু। তার বয়স ১৬। সে ছিল ইয়েল্লারেদ্দিগুড়া জুনিয়র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার সিট পড়েছিল শ্রী চৈতন্য কলেজে। পরীক্ষা দিতে দিতেই আচমকা সে ঢলে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তার মৃত্যু হয়। সম্ভবত হৃদরোগে তার মৃত্যু হয়েছে। তেলঙ্গানায় এবার বারো ক্লাসের পরীক্ষায় বসেছে ৯ লক্ষ ৬৩ হাজার পরীক্ষার্থী।