

গভীর রাতে ঘুমিয়ে ছিল কবি
চাদর মুড়ি দিয়ে
তাঁর ভেতরে এক ভারত রাগ।
কবিকে জেলখানায় এনে
যেই সরালে চাদর
দেখলে তুমি কবি তো নয়, বাঘ।
আবহমান হাজার কবি মা- ভারতের কাছে
সব কবিকে রাখার মতো তোমার জেল আছে?
অঙ্কন : দেবাশীষ সাহা
সুবোধ সরকার বাংলা ভাষার একজন উল্লেখযোগ্য কবি। ২০১৩ সালে সাহিত্য অকাদেমি সম্মান পেয়েছেন তিনি। ফুলব্রাইট ফেলো। ইংরাজি সাহিত্যে অধ্যাপনা করেন।
দ্য ওয়ালের ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন।