
সাইমন! সাইমন!
সিবিটি
সুপারস্টার
হেলটার স্কেল্টার
আমাকে ভুলোনা তবে অ্যাডালেসিয়া
সেইসব চার্চমুখর সঙ্গতে যেভাবে আমরা একে অন্যের গ্লাসে ঝলমল করে উঠেছিলাম অলৌকিক ক্যাসেল থেকে কার যেন হুইসেলধ্বনি মুহুর্মুহু এল্ম ও পপলার ভেদ করে আমাদের স্নায়ুসমূহ ভিজিয়ে তুলেছিল জিপসি সভ্যতার সনাতন ক্যাম্পফায়ারে তুমুল উত্তেজিত হয়ে ছটফট করতে করতে আমরা গ্যালন গ্যালন মুনশাইন গিলে নিয়েছিলাম মোমবাতির মত নরম ও উষ্ণ গিরিখাত বেয়ে আন্দালুশিয়ান ফ্লুটের মত ছুটে যেতে যেতেই বুকঝিম জোৎস্নায় নিথর বয়স্কাউটের ক্যাম্প আর তন্মুহূর্তে অন্তরীক্ষ থেকে মুঠো মুঠো নক্ষত্র অতিচেতনার মত খসে পড়ছিলো জিভের সোহাগে আমরা পরষ্পরকে টেনে নিয়েছিলাম শিরায় শিরায় অলৌকিক বশীকরণের মত জ্বলে উঠেছিলেন জ্যানিস জপলিন উপদ্রুত অরণ্যে অব্যর্থ শীতের সোনাটা হয়ে আমাদের মাথায় ঝরে পড়েছিল গুচ্ছ গুচ্ছ গ্লোরিওসা সুপার্বা নিজেদের ঈশ্বর মনে হয়েছিল বিমুগ্ধ রাতে অ্যাম্ফিটামাইনের গনগনে আঁচে নিজেদের আত্মা সেঁকে নিয়ে আমরা অনায়াসে গড়িয়ে গেছিলাম উপর্যুপরি হত্যার দিকে আর সেসকল পবিত্র বিশৃঙ্খলা কশেরুকা বরাবর দাবানলের মত ছড়িয়ে পড়েছিলো কার্পাল টানেলে দাউ দাউ জ্বলে উঠেছিলো ঐশ্বরিক রেজোনেটর দুর্দান্ত নৈরাজ্যে ভর করে আমরা রাত্রির স্তনে এঁকে দিয়েছিলাম যথাসাধ্য উল্কির দাগ সেইসব গর্ভিণী যাপনের কথা ভুলোনা যখন পরিপূর্নভাবে ধ্বংস হতে হতে আমরা একুশটি গান স্যালুটের মত বেজে উঠেছিলাম বিশুদ্ধ বিস্ফোরণে ফেটে পড়তে পড়তে স্বর্গের সিঁড়িতে ছেড়ে গিয়েছিলাম অনায়াস বিষ্ঠার দাগ মাটি কেঁপে উঠেছিল অন্তরীক্ষ দুলে উঠেছিল বজ্রপাতের মত সুষুম্নাকান্ড বরাবর পরম ব্রহ্ম নেমে এসেছিলেন আর দুই উরু ফাঁক করে আমরাও তাকে প্রবেশ দিয়েছিলাম নিশ্চিতভাবে জেনে আমাদের রাবিওসা শিখা যুগান্ত পার করে একদিন ইথারে ইথারে ঠিক জ্বলে উঠবে যদ্দিন না এই সোডাক্যাপময় সভ্যতা পুরোপুরি ভাবে পর্যুদস্ত হয় যদ্দিন না এই গম্বুজময় সভ্যতা নতজানু হয়ে প্রাণভিক্ষা করে আর সকল প্রার্থনা অগ্রাহ্য করে সেইদিন মাতাহারির মত উজ্জ্বল ভঙ্গীতে আমরা ব্রহ্মাণ্ড পিষে দিয়ে চলে যাবো মনে রেখো অ্যাডালেসিয়া আজ এই ম্রিয়মাণ বিকেলের ফ্যাকাশে আলোয় আমাদের স্থানুবৎ বসে থাকা আদতে নিপুণ এক ক্যামোফ্লাজ মাত্র যেকোনো মুহূর্তেই এল নিনোর মত বিক্ষেপে ফেনরিরের তমোঘ্ন সাইরেন বেজে উঠবে যেকোনো মুহূর্তেই ঘন হয়ে উঠবে অর্নিবচনীয় সেই অ্যাম্বুশ মানুষের বাচ্চাদের কাছে এইরূপ প্রতিশ্রুতি রাখা আছে কদাপি ভুলো না সেকথা অ্যাডালেসিয়া