
সমীর মণ্ডল, কলকাতা: বান্ধবীর মোবাইল ফোনের সূত্রে কেল্লাফতে। ১৫ দিনের মধ্যে ধরা পড়ে গেল পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে পালানো বন্দি শেখ রজ্জাক। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
গত ১৬ অগস্ট আলিপুর জজ কোর্টে শুনানি শেষ হয়ে যাওয়ার পর বেলা আড়াইটে নাগাদ কোর্ট রুম থেকে কোর্ট লক-আপের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ডাকাতি মামলায় অভিযুক্ত ২২ বছরের আসামী শেখ রজ্জাককে (রাজা)। আদালত চত্বরে পুলিশ কর্মীর পাশে দাঁড়িয়ে আখের রস খাওয়ার পরেই তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিল রজ্জাক। এরপরেই ওই পুলিশকর্মীকে ধাক্কা দিয়ে ফেলে চম্পট দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে উঠে পালিয়ে যায় সে।
যাদবপুরে একই ডাকাতির মামলায় গ্রেফতার রজ্জাকের তিন সঙ্গী রহিম আলি, মোবারক হালদার এবং মহম্মদ নজরুল ইসলামও আলিপুর জেলেই বন্দি। রেজ্জাকের খোঁজ পেতে পুলিশ এই অভিযুক্তদের জেরা করে জানতে পারে জেলে শেখ রজ্জাকের সঙ্গে দেখা করতে আসতো তার এক বান্ধবী। পুলিশ সেই তরুণীর খোঁজ শুরু করে। এবং মোবাইল ফোনের সূত্র ধরেই নোদাখালি এলাকায় তার উপস্থিতির কথা জানতে পারে। এরপরেই আজ ভোরে সেখানে হানা দিয়ে রজ্জাকের খোঁজ মেলে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।