
দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে স্ত্রী দীপিকা পাড়ুকোনকে শুভেচ্ছা জানালেন বলিউডের ‘বাজিরাও’
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে ইনস্টাগ্রামে রোমান্টিক ছবি পোস্ট করে স্ত্রী দীপিকা পাড়ুকোনকে শুভেচ্ছা জানালেন অভিনেতা রণবীর সিং। দেখে অনুমান করা যাচ্ছে এই ছবি তাঁদের বিয়ের সময়ের ছবি। সেই সময়ের অদেখা ছবি পোস্ট করেই শুভেচ্ছা জানালেন তাঁর ‘মাস্তানি’কে।
২০১৮ সালে ১৪ই নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন তাঁরা। আর এবছর দীপাবলির দিনে তাঁদের বিয়ের দুবছর পূর্ণ হল। যদিও এখন দু’জনেই মুম্বইতে রয়েছেন। বিয়ের আগে ইতালিতে প্রি-ওয়েডিং ফোটোশ্যুটের ছবিই পোস্ট করছেন অভিনেতা। শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “আমাদের আত্মা চিরতরে জড়িত। দ্বিতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আমার গুড়িয়া।”
রণবীরের পরনে ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবি। সঙ্গে নেহেরু জ্যাকেট। অন্যদিকে দীপিকাও ম্যাচ করে পিচ রঙের ফ্লোরাল প্রিন্টের আনারকলি পরে আছেন। ভালবাসা মাখানো এমন ছবি তাঁদের বন্ধু-বান্ধব, পরিচিত মানুষ, ও অসংখ্য ফ্যানেদের শুভেচ্ছা বার্তায় ভরে গেছে। মুহূর্তেই ভাইরাল সেই পোস্ট।
আগের বছর তাঁদের দেখা গিয়েছিল সব্যসাচী মুখার্জীর ডিজাইন করা পোশাকে। প্রথম বিবাহবার্ষিকী পরিবারের সকল সদস্যদের সঙ্গে গোল্ডেন টেম্পল, আর তিরুপতির মন্দিরে পুজো দিয়ে কাটিয়েছিলেন।
সামনেই কবীর খানের ‘৮৩’ ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাবে। সঞ্জয় লীলা ভনসালির ছবিতে অভিনয় করতে করতেই তাঁদের প্রেম শুরু হয়।
পরপর তিনটে ছবি ভনসালির পরিচালনায় করার পর, এবার তাঁরা কবীর খানের পরিচালনায় অভিনয় করেছেন। কপিল দেব ও তাঁর স্ত্রী রোমি দেবের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর, দীপিকাকে। ফের একসঙ্গে তাঁদের অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।