
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : কথা দিয়ে কথা রাখেননি তৃণমূলের জনপ্রতিনিধিরা। তাই অনুষ্ঠানের উদ্বোধন করতে বিজেপির পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন শিক্ষকের দ্বারস্থ হলেন হতাশ কর্মকর্তারা। তাঁরা অবশ্য ফেরাননি। তবে ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় রাজগঞ্জের মালিভিটায় ছিলো রাস মেলার উদ্বোধন অনুষ্ঠান। নিমন্ত্রিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলাপরিষদ এর সভাধিপতি উত্তরা বর্মন সহ আরও অনেকে। যথারীতি প্রত্যেকের জন্য আসন পাতা হয়েছিল মঞ্চে।
সন্ধে গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরেও সভাধিপতি বা বিধায়ক কেউ না আসায় বিপাকে পড়ে যান মালিভিটা রাস মেলার আয়োজক কমিটি।
অগত্যা তাঁরা দ্বারস্থ হন এলাকার প্রাক্তন তৃণমূল নেতা, যিনি বর্তমানে বিজেপির নেতা সেই, শিকারপুর গ্রামপঞ্চায়েতের সদস্য তপন কুমার রায় ও এলাকার প্রাক্তন শিক্ষক তপন শূরের কাছে। তাঁরা দুজনে মিলে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সভামঞ্চ থেকে তপনবাবু বলেন, “দীর্ঘ ৩৩ বছরের পুরোন এই মেলা। এখানে আজ অনেকেই নিমন্ত্রিত ছিলেন। তাঁরাই ফিতে কেটে উদ্বোধন করবেন। এটাই স্বাভাবিক। তাঁরা না আসায় আজ আমার সুযোগ হোলো।”
মেলা কমিটির সদস্য বাপ্পা রায় বলেন, “আমি নিজে গিয়ে সভাধিপতি ও বিধায়ককে নিমন্ত্রণ করে এসেছিলাম। কেন আসলেন না জানি না। আমরা খুবই হতাশ।”
জলপাইগুড়ি জেলাপরিষদের সভাধিপতি উত্তরা বর্মন টেলিফোনে বলেন, “একটি জরুরি মিটিং এ বাইরে ছিলাম। তাই আসতে পারিনি।”