
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পরিত্যক্ত বাড়ি পরিষ্কার করতে গিয়ে বোমা ফেটে আহত হলেন এক সাফাইকর্মী। এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শ্যামনগর ব্যানার্জি পাড়ায়। এলাকাটি জনবসতিপূর্ণ। সেখানে দুষ্কৃতীদের তেমন কোনও দৌরাত্ম্য নেই বলে স্থানীয়দের দাবি। ভোটের আগে জনবসতিপূর্ণ এলাকায় এমন ঘটনা ঘটায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। খবর পেয়ে, কাউন্সিলরকেও এদিন ঘটনাস্থলে ছুটে আসতে হয়েছিল।
কাউন্সিলর হিমাংশু সরকার জানান, বাড়িটির বাসিন্দাদের অনেকদিন আগেই মৃত্যু হয়েছে। ওয়ারিসনরা সম্পত্তিটি কয়েকদিন আগেই অন্য একজনকে বিক্রি করে দিয়ে ছিলেন। তাই, বহুদিনই পরিত্যক্ত অবস্থায় বাড়িটি পড়ে ছিল। সম্প্রতি, বাড়িটি যিনি কিনেছেন, তিনি সেটিকে পরিষ্কার করানোর জন্য দুজন সাফাইকর্মীকে সেখানে পাঠান। কর্মীরা বাড়ির ভিতর পরিষ্কার করার সময় দুটি অদ্ভুত জিনিস দেখতে পান। একটিকে হাতে নিয়ে দেখতে গেলেই বিস্ফোরণ ঘটে। ওই সাফাই কর্মীরা বুঝতে পারেননি, যে সেখানে বোমা থাকতে পারে। সুধাংশু মন্ডল নাম একজন সাফাইকর্মীর হাত মারাত্মকভাবে জখম হয়েছে। তাঁকে রক্তাক্ত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যজন একটুর জন্য বেঁচে গিয়েছে।
জগদ্দল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা বিস্ফোরণ স্থল খতিয়ে দেখেছে। পুলিশ সূত্রের খবর, বাড়ির মালিক সুব্রত সরকার এদিন দুই সাফাইকর্মীকে সেখানে পাঠিয়েছিলেন। ঘটনাস্থলে দুটি বোমা ছিল। তারমধ্যে একটি বোমা ফেটে যায়। অন্যদিকে উদ্ধার করা হয়েছে।