
দ্য ওয়াল ব্যুরো: অসুখের জোড়া ফলার মুখে কলকাতা! আচমকা জ্বরে ভুগে এক প্রৌঢ়ের মৃত্যুর পরে তাঁর রক্তপরীক্ষার রিপোর্টে ডেঙ্গি এবং করোনা, দু’টিই ধরা পড়েছে! দু-দু’টি মারণ অসুখের দ্বৈত আক্রমণে মৃত্যুর ঘটনা এই প্রথম ঘটল রাজ্যে। শুধু রাজ্যে নয়, চিকিৎসকদের একাংশ বলছেন, গোটা দেশে এমন ঘটনা এই প্রথম ঘটল।
ঘটনার কথা জানার পরেই শঙ্কিত শহরবাসী। একে করোনায় রক্ষা ছিল না। সেইসঙ্গে ডেঙ্গি দোসর হল! এই বিপদ সামাল দেওয়া সম্ভব হবে তো!
জানা গেছে, চলতি মাসের গোড়ার দিকে দক্ষিণ কলকাতার অশোকনগরের বাসিন্দা, ৬৪ বছরের প্রৌঢ় বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন। শ্বাসকষ্ট ছিল তাঁর। করোনার উপসর্গ প্রকট হওয়ায় তাঁকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল চৌঠা জুলাই। সেখানে তাঁর বিভিন্ন পরীক্ষার জন্য রক্তের ও লালারসের নমুনা সংগ্রহ করে বাড়ি পাঠানো হয়। পরের দিন, ৫ জুলাই বাড়িতেই হঠাৎ তাঁর মৃত্যু হয়। তার পরে দেহ দীর্ঘ সময় বাড়িতেই ছিল, কারণ রিপোর্ট আসেনি করোনা পরীক্ষার।
ওই দিন, ৫ তারিখে, হাসপাতালের তথ্য অনুযায়ী তাঁর রক্তের নমুনায় ডেঙ্গির সংক্রমণ ছিল বলে ধরা পড়ে। রিপোর্টে স্পষ্ট লেখা রয়েছে, ডেঙ্গি এনএস ওয়ান এলাইজা পদ্ধতিতে পরীক্ষার রিপোর্ট এসেছে পজিটিভ। এর পরেই মৃত্যুর পরের দিন অর্থাৎ৬ জুলাই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট আসে, সেখানে দেখা যায় করোনা পজিটিভ অর্থাৎ কোভিড সংক্রমণ ছিল ওই ব্যক্তির দেহে।
এই মৃত্যুর পরেই প্রশ্ন উঠেছে, তাঁর মৃত্যু কীসে হল, ডেঙ্গিতে, না করোনা সংক্রমণে? সেইসঙ্গে এটাও ভাবার বিষয়, এমনটা আবারও ঘটলে রোগীর চিকিৎসা কীভাবে হবে? শহরবাসীর আতঙ্ক, তাহলে কি বর্ষা শুরুর মুখে মুখে এসেই গেল ডেঙ্গির উপদ্রব! প্রতিবছরই এই সময়ে ডেঙ্গির প্রকোপ শুরু হয় রাজ্যে। এবছরও আগে থেকে প্রস্তুতিও নিয়েছিল রাজ্য। কিন্তু করোনা ঝড়ে সব ওলোটপালোট হয়ে গেছে।
এখন কি এই করোনা আবহের মধ্যেই আলাদা করে সতর্ক হতে হবে ডেঙ্গি নিয়েও! প্রশ্ন জনমানসে।