
দ্য ওয়াল ব্যুরো: দিঘার সমুদ্রে স্নান করছিলেন পর্যটকরা। হঠাত করে নাকি তাঁদের পায়ে কিছু একটা জড়িয়ে যায়। যেন মনে হয়, পর্যটকদের পা ধরে জলের গভীরে নিয়ে যাচ্ছে কোনও জন্তু। তাঁদের চেঁচামেচিতে ছুটে আসেন অনেকে। মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে সৈকতে। ছুটে আসেন নুলিয়ারাও। কিন্তু তবু শেষরক্ষা হল না নিউ দিঘার বিচে।।
জানা গেছে, ভাটার টানে ভেসে চলে যান এক পর্যটক। অন্যরা পরে জানান, পা ধরে কেউ টানছিল! বাকিরা বাঁচতে পারলেও অজয় মুর্মু নামের এক ব্যক্তি ভেসে যান। নুলিয়ারা তল্লাশি করে কিছু পরে উদ্ধার করেন তাঁর প্রাণহীন দেহ। সেটি ভেসে চলে গেছিল ওল্ড দিঘার জগন্নাথ স্নান ঘাটে!
পুলিশ জানিয়েছে, আজ বুধবারসকালে ৪৮ জনের একটি দল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থেকে পিকনিক করতে এসেছিল দিঘা। তখনই সমুদ্র স্নানে নেমে এই বিপত্তি ঘটেছে।