
হাতির স্নান, সাপের ফ্যান, শশা’র ব্রেকফাস্ট শিম্পাঞ্জির
মানুষের তো বটেই গরমে প্রাণ ওষ্ঠাগত আলিপুর চিড়িয়াখানার বাসিন্দাদেরও। তাই তাদের শরীর যাতে খারাপ না হয়, তার জন্য নানারকম ব্যবস্থা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সকাল থেকেই বারবার স্নান করানো হচ্ছে হাতিদের। পেছনে জঙ্গলের পোস্টার সাঁটা হয়েছে, যাতে নিজেরা জঙ্গলেই আছে বলে ভাবে তারা। ময়াল সাপকে ঠাণ্ডা রাখতে চালানো হয়েছে টেবিল ফ্যান। শিম্পাঞ্জি বাবু’র জন্য আছে আবার শশা’র ব্রেকফাস্ট। জলে গলা ডুবিয়ে বসে থাকার পড়েও বাঘ বাবাজির মেজাজ খারাপ। দেখুন ছবি
[URIS id=12976]
ছবি দেবাশিস রায়