
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: ফের কুর্তি নদীতে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল। নদীতে বিষক্রিয়া মারা গিয়েছে বহু মাছ। তবে ঘটনায় সঙ্গে জড়িত এলাকারই এক মৎসজীবীকে হাতেনাতে ধরে ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল মেটেলি ব্লকের এই নদীতে মারা মাছ ভেসে ওঠে। সেখানে বহু মানুষের ভিড় উপচে পরে। বুধবার গভীর রাতে এলাকার এক মৎসজীবী নদীতে বিষ ছড়িয়ে ছিল। বিষয়টি জানাজানি হতেই রাতে স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলে। খবর পেয়ে এলাকায় যায় মেটেলি থানার পুলিশ। এরআগেও ওই নদীতে বিষক্রিয়ায় বহু মাছের মৃত্যু হয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, এইভাবে নদীতে বিষ ছড়িয়ে দেওয়ার ফলে শুধু মাছের না, বহু গবাদি পশুরও ক্ষতি হবে। এলাকার গবাদি পশুরাও নদীর জল পান করে। শিশুরা নদীতে স্নান করে।ওই ব্যক্তির কঠোর শাস্তি দাবি করেছেন বাসিন্দারা।
মেটেলি থানার পুলিশ জানিয়েছে, মৌখিক অভিযোগের ভিত্তি ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।