ছবিগুলির পিছনে নেই ফটোশপের কারসাজি, কৃতিত্ব ফোটোগ্রাফার ও প্রকৃতির
দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতি হল বিশ্বের সবচেয়ে নিপুণ চিত্রশিল্পী। প্রকৃতির রঙ আমরা ফুটিয়ে তুলি ক্যানভাসে আঁকা ল্যান্ডস্কেপে। বন্দি করতে চেষ্টা করি ক্যামেরার ফ্রেমে। আজ দেখব এমন কিছু ছবি, যেগুলির সৌন্দর্য্যের পিছনে যতটা কৃতিত্ব ফোটোগ্রাফারের, ততোটাই কৃতিত্ব প্রকৃতির। ছবিগুলির পিছনে নেই সামান্যতম ফটোশপের সাহায্য।







