
দ্য ওয়াল ব্যুরো: আজ, ৫ ফেব্রুয়ারি অভিনেতা অভিষেক বচ্চনের জন্মদিন। ছেলের ৪৫তম জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন গর্বিত বাবা অমিতাভ।
ইনস্টাগ্রামে দুটো ছবির কোলাজ পোস্ট করেছেন কিংবদন্তি অভিনেতাটি। একটি বেশ পুরনো, অভিষেকের বাচ্চা বয়সের। তাঁর হাত ধরে চলছেন অমিতাভ। পরের ছবিটি এই সময়ের। কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাবার হাত ধরে নিয়ে যাচ্ছেন অভিষেক। ছবিটি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখেন,”একটা সময় আমি ওকে হাত ধরে পথ দেখিয়েছিলাম, ও এখন আমাকে হাত ধরে পথ দেখায়।”
আপাতত অভিষেক ‘বব বিশ্বাস’-এর শ্যুটিংয়ের জন্য রয়েছেন কলকাতায়। ফলে বিশেষ দিনে কাছে নেই মেয়ে আরাধ্যা। কচি গলার ‘হ্যাপি বার্থ ডে’ গান মিস করছেন অভিনেতা। মেয়ে আসার পর থেকেই তাকে ঘিরে আবর্তিত অভিষেকের জীবন।
তাঁর কথায়, ‘‘আরাধ্যাই আমাদের পৃথিবী। ও খুবই ভাল মেয়ে। ওকে এ রকম তৈরি করার কৃতিত্ব ঐশ্বর্যের। ও মা হিসেবে দুর্দান্ত।’’ শুধু ঐশ্বর্য নয়, আরাধ্যা আসার পরে তাঁর জীবনেও অনেক পরিবর্তন এসেছে বলে মনে করেন অভিষেক। অভিনেতার মতে, বাবা হওয়ার পরে জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গির অনেকটা পরিবর্তন হয়েছে। তবে, তাঁদের এই ছবি দেখে আবেগে ভেসে গেছেন নেটিজেনরা। ফ্যানেদের কাছ থেকে পেয়েছেন বহুল শুভেচ্ছা।