
এক বাঙালি পরিচালকের হাত ধরে প্রথবার স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা। ফের আরেক বাঙালি পরিচালকের হাত ধরেই পর্দায় ফিরছে তাঁদের জুটি।
অমিতাভ বচ্চন এবং তাপসী পান্নু। সুজিত সরকারের পিঙ্ক ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল এই দুই তারকাকে। আবার একসঙ্গে দেখা যাবে তাঁদের। সৌজন্যে পরিচালক সুজয় ঘোষের ছবি ‘বদলা’। প্রায় ১০ বছর ধরে স্ক্রিপ্ট নিয়ে অপেক্ষা করেছেন সুজয়। অবশেষে ফাইনাল হলো তাঁর কাস্টিং।
দু’জন মানুষের একে অন্যের প্রতি বদলা নেওয়ার গল্প রয়েছে সুজয়ের নতুন ছবিতে। আর পরিচালক যখন সুজয় তখন নিঃসন্দেহে গল্পে থাকবে কিছু টুইস্টও। পরিচালক জানিয়েছেন, দু’জন মানুষ বয়সকালে গিয়ে বুঝতে পারবেন প্রতিশোধের আসল মানে-এটাই গল্পের ইউএসপি।
তবে বিগ বি আর তাপসীর চরিত্র ঠিক হয়ে গেলেও তৃতীয় কে অভিনয় করবেন তা নিয়ে এখনও রয়েছে ধন্দ। বছর ছয়েক আগে নাসিরুদ্দিন শাহ রাজি হয়েছিলেন এই চরিত্রটি করতে। আর সুজয় জানিয়েছেন, এখনও যদি তিনি রাজি থাকেন তাহলে এক স্ক্রিনে অমিতাভ-নাসিরুদ্দিন আর তাপসীকে নিয়ে তৈরি হবে একটা ম্যাজিক। তবে এখন শুধুই সময়ের অপেক্ষা। কে কার প্রতি বদলা নিয়ে সিলভার স্ক্রিন মাতাবেন সেটাই এখন দেখার।