মধ্য এশিয়ার দীর্ঘতম নদী আমুদরিয়া, স্বপ্ন বয়ে নিয়ে যায় অ্যারল সাগরে
পশ্চিমের মানুষেরা নদীটিকে চিনতেন 'অক্সাস' নামে।
দ্য ওয়াল ব্যুরো: মধ্য এশিয়ার দীর্ঘতম নদী আমুদরিয়া। পশ্চিমের মানুষেরা নদীটিকে চিনতেন ‘অক্সাস’ নামে। নদীটি আমু দারিয়ো, ভাকসু, জেহাউন নামেও পরিচিত। সংস্কৃত ভাষায় নদীটিকে বলা হত বকসু, যদিও ব্রহ্মাণ্ডপুরাণে আমুদরিয়া পরিচিত ছিল চাকসু নামে। আমু নামটি এসেছে তুর্কমেনিস্তানের প্রাচীন শহর আমুল থেকে, যে শহরটির বর্তমান নাম তুর্কমেনাবাট। পার্সি ভাষায় দরিয়া শব্দের অর্থ নদী। পশ্চিমি পর্যটকেরা আমু দরিয়াকে বলতেন গোজান। এই নামটিই অতীতে ব্যবহার করেছেন চিনা, পার্সি, মোঙ্গল, আফগান ইতিহাসবিদেরা।









