
ব্ল্যাকহেডস ফিরে ফিরে আসে? ভরসা রাখুন ঘরোয়া টোটকায়
দ্য ওয়াল ব্যুরো: আমরা যতই ফেসিয়াল করাই, যতই স্ক্র্যাব করি না কেন ব্ল্যাকহেডস সেই আবার ফিরে আসে। মাঝখান থেকে স্কিনের বারোটা বেজে যায়! আর ব্ল্যাকহেডস তুলতে যে ব্যথাটা লাগে, তার কথা তো না হয় বাদই দিলাম। যদি কোনো ম্যাজিক থাকতো যাতে ব্ল্যাকহেডসের সমস্যা দূর করা যেত আর তাও ব্যথা না পেয়ে, তাহলে কি দারুন হতো তাই না? তো চলুন জেনে নি ব্ল্যাক হেডস দূর করার কিছু ঘরোয়া পেস্ট সম্বন্ধে।
১.দারচিনি আর ওটসের পেস্ট
এক চামচ দারচিনি পাউডার আর এক চামচ ওটস মিশিয়ে সামান্য উষ্ণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করুন। খেয়াল রাখবেন পেস্টটা যেন খুব টাইট না হয় আবার খুব পাতলাও না হয়। এবারে আপনার মুখের যে যে জায়গায় ব্ল্যাকহেডস রয়েছে, সেখানে পেস্টটা দিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। মিনিটখানেক এভাবে ম্যাসাজ করার পর ঠান্ডা জল দিয়ে মুখে ধুয়ে নিন। মাসে দুবারের বেশি এটা ব্যবহার করবেন না।
২. দই আর মধুর পেস্ট
দই, আমন্ড অয়েল আর মধু (সব উপকরণ গুলিই ২ চামচ করে নেবেন)। ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার ১-২ মিনিট ভালো করে স্ক্র্যাব করে নিন। যদি আপনার স্কিন খুব বেশি সেনসিটিভ হয় তাহলে স্ক্র্যাব করবেন না, তার বদলে এই পেস্টটা পুরু করে লাগিয়ে ৬-৭ মিনিট মুখে রাখুন। এবারে উষ্ণ জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুই বার করুন। তবে ময়েশ্চারাইজার লাগাতে হবে।
৩. লেবু, মধু আর চিনির পেস্ট
একটা পাতিলেবু দু’ভাগ করে কেটে তার একভাগ নিয়ে রস করুন। এবার তার মধ্যে চিনির দানা আর মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার ওই পেস্টটা দিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। সপ্তাহে একবার করে মাসখানেক এই পদ্ধতি প্রয়োগ করলে ব্ল্যাকহেডস-এর সমস্যা আর থাকবে না।