
দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তপ্ত কাশ্মীর সীমান্ত। পাকিস্তানের হামলার বলি হলেন এক ভারতীয় জওয়ান।
ভারতীয় সেনার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার বিকেলে কোনও প্ররোচনা ছাড়াই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছুড়তে থাকে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাঁটি সেক্টরের এই ঘটনায় পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে দু’পক্ষের মধ্যে।
জানা গেছে পরপর ছুটে আসা পাকিস্তানের গুলিতে গুরুতর জখম হন ভারতীয় সেনার ১০ নম্বর জম্মু ও কাশ্মীর রাইফেলসের এক হাবিলদার নির্মল সিং। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।
হাবিলদার নির্মল সিং একজন দক্ষ ও বীর সৈনিক ছিলেন বলে শোক প্রকাশ করেছে সেনা। জানিয়েছে, তাঁর কৃতিত্ব ও অবদান মনে রাখা হবে।
