
দ্য ওয়াল ব্যুরো: যে কোনও মৃত্যুই দুঃখজনক। কাউকে আঘাত করলে সেটা বুমেরাং হয়ে ফিরে আসে। প্রমাণ হল আরও একবার। কিন্তু নিজেদের সুখের জন্য অন্যকে আঘাত করবেন কেন? সাবধান হয়ে যান, কারণ একটা ক্ষুদ্র প্রাণীর মধ্যেও কিন্তু প্রতিশোধস্পৃহা কাজ করে। যাকে আপনি শেষ করতে আসছেন, দেখা গেল সেই আপনাকে শেষ করে দিল।
এমনই এক ট্র্যাজিক ঘটনা ঘটেছে চেন্নাইতে। ২৭ বছর বয়সের এক যুবতী কেরোসিনের আগুনে পুড়ে মারা গেল। গত শনিবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পেরুমল কইল স্ট্রীটে। মেয়েটির নাম এস সঙ্গীতা। তিনি ও তার মা একসঙ্গে একটি পিঁপড়ের বাসা ভাঙতে এসেছিলেন। সেই সময় ঘটে এই দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটি ও তার মা একসঙ্গে বাড়ির পাশের একটি পিঁপড়ের বাসা ভাঙতে এসেছিলেন। কেরোসিন তেল সঙ্গে এনেছিলেন তাঁরা। সেসময় পিঁপড়েগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে। তার মধ্যেই কয়েকটি সঙ্গীতার পায়ে উঠে তাঁকে কামড়ে দেয়। অমনযোগী হয়ে পিঁপড়ে সরাতে গিয়েই তাঁর নিজের গায়ে কেরোসিন তেল পড়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
সঙ্গীতার মা বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর হাতও পুড়ে যায় আগুনে। বহুক্ষণ চিৎকার করার পর সঙ্গীতার বাবা ছুটে আসে। কোনও মতে জল দিয়ে নেভানোর চেষ্টা করেও তিনি পারেননি। ৯০ শতাংশ আগুনে পোড়া সঙ্গীতার দেহই হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান তিনি।
সঙ্গীতা একটি আইটি ফার্মে কাজ করত। তার বাবা গাড়ির চালক। লকডাউনের পর তার বাবার চাকরি চলে যায়। তার মা একজন সাধারণ গৃহিণী। তাঁর একটি ছোট ভাই আছে, যে এখনও কলেজে পড়ে। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। এখন সংসার কীভাবে চলবে এই দুশ্চিন্তাতেই রয়েছেন তাঁরা।