কলকাতায় আজই আসছে কোভিশিল্ড টিকা, শহর-জেলা মিলিয়ে ৯৪১টি কোল্ড-চেনে পৌঁছে যাবে
দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার শেষ হতে চলেছে। বাংলায় আজ বিকেলের মধ্যেই এসে যাবে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকা। দুপুরের দিকে পুণের ল্যাবরেটরি থেকে টিকার ভায়াল নিয়ে কলকাতায় উড়ে আসবে বিমান। কলকাতা বিমানবন্দর থেকে টিকার ভায়াল পৌঁছে যাবে উত্তর…