
দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে আরও ৬ জন অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করল বিশেষ আদালত। এর আগেই তিন জনের জামিনের আবেদন নাকচ হয়েছিল কর্নাটক কনট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের আওতায়। বাকি ৬ জনও পাবে না জামিন, জানা গেল শনিবার।
স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর এস বালান শনিবার বলেন, “এই নিয়ে সকলেরই জামিনের আবেদন খারিজ করেছে আদালত। যদিও মূল চক্রান্তকারী অমোল কালে এবং তার শাগরেদ পরশুরাম ওয়াগমারে কোনও আবেদন করেনি। তবে বাকিরাও আপাতত বন্দি থাকবে।”
২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বামপন্থী সাংবাদিক গৌরী লঙ্কেশকে গুলি করা খুন করা হয়েছিল তাঁর বাড়ির বাইরে। তদন্তে উঠে এসেছিল, সনাতন সংস্থা নামের এক হিন্দুত্ববাদী সংগঠন এই কাণ্ড ঘটায়। বেঙ্গালুরুতে মুখ্য দায়রা আদালতের বিচারকের কাছে চার্জশিট ফাইল করার সময়ে বিশেষ সরকারি আইনজীবী এস বালান বলেন, ‘‘এটা সংগঠিত অপরাধের ঘটনা। চার্জশিটে বলা হয়েছে যে, অন্য উগ্রপন্থী সংগঠনের সদস্যদের সহায়তা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সনাতন সংস্থা গোষ্ঠী। এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে এমন একটি গোষ্ঠী যারা গত পাঁচ বছর ধরে এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত।’’
চার্জশিটে উল্লেখ করা হয়, সনাতন সংস্থার অধীন হিন্দু জনজাগৃতি সমিতির পুনে অঞ্চলের প্রাক্তন আহ্বায়ক ৩৭ বছরের অমোল কালে এ ঘটনার প্রধান অভিযুক্ত। তার সঙ্গে ছিল শ্রীরাম সেনার সদস্য ২৬ বছরের পরশুরাম ওয়াগমারে। চার্জশিটে বলা হয়েছে, ওয়াগমারেকে নিয়োগ করা, প্রশিক্ষণ দেওয়া এবং তাকে টাকা পয়সা জোগানোর কাজ করেছিল অমোল কালে। এ ব্যাপারে সনাতন সংস্থার গোপন গোষ্ঠীর সাহায্য নিয়েছিল সে।
