
মহিষাদলে আক্রান্ত বিজেপি প্রার্থী, গাড়ি ভাঙচুর, প্রতিবাদে থানায় বিক্ষোভ
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত হল মহিষাদল। আক্রান্ত হলেন মহিষাদল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বনাথ ব্যানার্জি। তাঁকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় শুকলালপুরে বিজেপি কর্মীর উপর আক্রমণের ঘটনা ঘটে। অভিযোগ, এদিন সন্ধে ছ’টা নাগাদ বিজেপির এক কর্মীকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগের তির তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান বিশ্বনাথবাবু। তখন তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপর গাড়ি থেকে তাঁকে টেনেহিঁচড়ে নামানো হয়। মারধর করা হয় তাঁকে। জখম ওই কর্মী ও মহিষাদলের বিজেপি প্রার্থীকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই আক্রমণের খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। মহিষাদল থানায় বিক্ষোভ শুরু হয়। বিশ্বনাথবাবু বলেন, ‘‘আমি ওখানে গিয়ে পৌঁছতেই আমার গাড়ি ঘিরে ফেলে তৃণমূলের লোকজন। আমাকে টেনে হিঁচড়ে নামায়। প্রচণ্ড মারধর করে। আমাদের এক কর্মীও ওদের মারে গুরুতর জখম। রাজ্যের ক্ষমতা থেকে উচ্ছেদ হবে বুঝতে পেরে গেছে তৃণমূল। তাই এখন সন্ত্রাসের পথ নিয়েছে।’’
এদিকে মহিষাদলের তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তী এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন,‘‘আমাদের দলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নন। ওদের দলের মধ্যে অনেক গোষ্ঠী। সেই গোষ্ঠীকোন্দলেই এই ঘটনা ঘটেছে। এখন আমাদের উপর দোষারোপ করছে।’