
দ্য ওয়াল ব্যুরো: বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে পূর্ব বর্ধমানের গলসী থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
বিকেলে তাঁর আলিপুরের বাড়ির সামনে পৌঁছে যায় পুলিশ। কিন্তু আড়াই ঘণ্টা পুলিশকে দাঁড় করিয়ে রাখে রাকেশের ছেলে সাহেব সিং। শেষে কথাবার্তার মাধ্যমেই সমস্যার সমাধান হয়। বাড়ির দরজা খুলে দেন পরিবারের লোকেরা। ভিতরে ঢোকেন লালবাজার, নিউ আলিপুর, ওয়াটগঞ্জ ও সাউথপোল থানার আধিকারিকরা। তারপর আটক করা হয় তাঁর দুই ছেলেকে।
কয়েক ঘণ্টা আগে ছবিটা কিন্তু এরকম ছিল না। মাদক মামলায় হাইকোর্টে রাকেশ সিংয়ের আবেদন খারিজ হওয়ার পরেই আলিপুরে রাকেশ সিংয়ের বাড়ির বাইরে গিয়ে হাজির হয় বিশাল পুলিশবাহিনী। তাঁদের বক্তব্য নিউ আলিপুর থানায় রাকেশের বিরুদ্ধে হওয়া একটি মাদক মামলায় তাঁর বাড়িতে তল্লাশি করতে চান তাঁরা। কিন্তু পুলিশকে আটকান বিজেপি নেতার বাড়ির বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ আধিকারিকরা। সঙ্গে ছিলেন রাকেশ ছেলে সাহেব সিংও।
রাকেশের ছেলে বলেন, তাঁর বাবা দিল্লিতে গিয়েছেন। পুলিশ কী কারণে বাড়ির ভিতরে ঢুকে তদন্ত করতে চাইছে সেই বিষয়ে কোনও বৈধ নথি দেখাতে পারেনি। তারা কাগজ দেখালে তবেই বাড়ির ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে। তবে রাকেশ যে দিল্লিতে ছিলেন না তা এদিন স্পষ্ট হয়ে গেল।

জানা গিয়েছে বর্ধমান থেকে কলকাতার উদ্দেশে আনা হচ্ছে রাকেশকে। কাল তাঁকে আদালতে তোলা হবে।
কয়েকদিন আগেই কোকেন পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন পামেলা গোস্বামী। তিনি বিজেপির যুব মোর্চার নেত্রী। আদালতে তিনিই দাবি করেন রাকেশ সিং তাঁকে ফাঁসিয়েছেন। তারপরেই তদন্তে নামে লালবাজার।