
আমির, সলমন, শাহরুখের কত সম্পত্তি? ইডি, সিবিআই তদন্তের দাবি তুললেন সুব্রহ্মণ্যম স্বামী
সুব্রহ্মণ্যম স্বামী তোপ দাগলেন বলিউডের খান সাম্রাজ্যের বিরুদ্ধে। স্বামীর প্রশ্ন, সুশান্তের মৃত্যুতে চুপ কেন শাহরুখ, সলমন, আমির খানরা? একই সঙ্গে তাঁর দাবি, বলিউডের এই তিন ‘খান’দের সম্পত্তির পরিমাণ ইডি কিংবা সিবিআইকে খতিয়ে দেখা হোক।
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবির মধ্যেই নতুন বিতর্ক। এবার শাহরুখ খান, সলমন খান, আমির খানদের দেশে-বিদেশে কত সম্পত্তি রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠল। সেই সম্পত্তির বৈধতাও খতিয়ে দেখতে তদন্ত করা দরকার বলে দাবি উঠল। প্রয়োজনে ইডি ও সিবিআই-কে তদন্তের দায়িত্ব দেওয়া হোক। এমনই দাবি তুললেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী। ‘দাবাং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপ আগেই সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছেন। সেই সবের মধ্যেই এবার বিদ্ধ তিন খান।
শুক্রবারই সুব্রহ্মণ্যম স্বামী সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য উন্মোচনের জন্য সিবিআই তদন্তের দাবি তুলেছেন। আইনজীবী নিয়োগ করার কথাও ঘোষণা করেছেলে। এবার সুব্রহ্মণ্যম স্বামী তোপ দাগলেন বলিউডের খান সাম্রাজ্যের বিরুদ্ধে। স্বামীর প্রশ্ন, সুশান্তের মৃত্যুতে চুপ কেন শাহরুখ, সলমন, আমির খানরা? একই সঙ্গে তাঁর দাবি, বলিউডের এই তিন ‘খান’দের সম্পত্তির পরিমাণ ইডি কিংবা সিবিআইকে খতিয়ে দেখা হোক।
আরও পড়ুন
চিন সীমান্তে উত্তেজনার মাঝে ২২টি অ্যাপাচে, ১৫টি চিনুক যুদ্ধবিমান এল ভারতীয় বায়ুসেনার হাতে
শনিবার তিনি টুইটারে লিখেছেন, “এই তিন খান মাস্কেটিয়ার্স দেশে কিংবা বিদেশে, বিশেষ করে দুবাইয়ে যে বিপুল সম্পত্তি করেছে, তা নিয়ে তদন্ত হওয়া দরকার। কারা ওঁদের এত সম্পত্তি ও বাংলো উপহার দিল? যদি তাঁরা কিনে থাকেন কীভাবে কিনলেন, তা খতিয়ে দেখতে ইডি, আইটি ও সিবিআই-এর স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট)-কে দিয়ে তদন্ত হওয়া দরকার। ওঁরা কি আইনের ঊর্ধ্বে?”
The assets created by these 3 Khan Musketeers in India and abroad especially in Dubai need to be investigated . Who gifted them bunglows and properties there and how they bought it and the cartelisation needs to be investigated by SIT of ED , IT and CBI. Are they above the law?
— Subramanian Swamy (@Swamy39) July 11, 2020
শাহরুখ, সলমন এবং আমিরকে ‘তিন খান মাস্কিটরস’ আখ্যা দিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন, “সুশান্ত সিংয়ের মৃত্যু নিয়ে এঁদের কেউই মুখ খুলছেন না কেন?” সুশান্তের মৃত্যুর পরে বলিউডের বড় নামদের চুপ করে থাকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। স্বামী জানিয়েছিলেন, সুশান্তের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত সম্ভব কি না, তা খতিয়ে দেখতে তিনি আইনজীবী নিয়োগ করেছেন। এবার বলিউডের তিন খানকে সরাসরি টার্গেট করলেন বিজেপি সাংসদ।
অন্যদিকে, শনিবারই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে জেরার জন্য বান্দ্রা থানায় ডাকা হয় সলমন খানের প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টিকে। প্রায় ৫ ঘণ্টা ধরে সলমনের প্রাক্তন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সুশান্তের পরিবার, বন্ধুবান্ধব, অফিসের কর্মী এবং বলিউড ব্যক্তিত্ব-সহ অন্তত ৩৫ জনকে এখনও পর্যন্ত জেরা করেছে মুম্বই পুলিশ। এই তালিকায় নতুন সংযোজন রেশমা শেট্টি। বিটাউনের ট্যালেন্ট ম্যানেজারদের মধ্যে একদম প্রথমেই আসে রেশমার নাম। ২০১৮ সাল পর্যন্ত সলমন খানের ম্যানেজার ছিলেন তিনি।