
দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বেঙ্গালুরু ও তার আশপাশের এলাকা। রাস্তা দিয়ে বইছে জলস্রোত। সেই স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমনই দেখা গিয়েছে। ভিডিওটি তোলা হয়েছে বেঙ্গালুরুর অদূরে হোসাকেরেহল্লি অঞ্চলে।
Heavy rains have lashed Bengaluru for last three hours. Parts of South Bengaluru witnessing water logging. pic.twitter.com/ciB2s21XHU
— Harish Upadhya (@harishupadhya) October 23, 2020
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাত আড়াইটে থেকে শনিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বেঙ্গালুরুতে বৃষ্টি হয়েছে ১৩.২ মিলিমিটার। অনেকে জলমগ্ন শহরের ছবি তুলেছেন। তাতে দেখা যাচ্ছে, রাস্তায় জমেছে কয়েক ফুট জল। সরকারি ও বেসরকারি বহু গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জলমগ্ন রাস্তা থেকে একটি সদ্যোজাত শিশুকে উদ্ধার করছেন স্থানীয় মানুষ।
ছবিতে দেখা যায়, একজন যুবক তাঁর কাঁধের ওপরে ১৫ দিনের একটি শিশুকে তুলে নিয়ে জলের মধ্যে দিয়ে হেঁটে আসছেন! তাঁর সঙ্গে আছেন আরও কয়েকজন। তাঁরা বেঙ্গালুরুর বিভিন্ন অঞ্চলে কাজ করেন। এর আগেও তাঁরা দক্ষিণ বেঙ্গালুরুর বন্যাকবলিত একটি অঞ্চলের বাড়ি থেকে একটি বাচ্চা মেয়ের জীবন বাঁচিয়েছিলেন।যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকার কারণে রাস্তা এবং নীচু জায়গার সকলকে ওই অঞ্চল থেকে সরানো হয়।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, “হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ফলে বেঙ্গালুরু পল্লী, বেঙ্গালুরু আরবান, তুমকুর, কলার, চিক্কাবল্লাপুর, রামনগড়া, চিকমগলুরু, কোডাগু এবং দক্ষিণ কন্নড় জেলাগুলোর খুবই ক্ষতিগ্রস্ত করছে।”
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবারও শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দু’-এক পশলা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। কর্নাটকের উপকূলীয় এলাকা, দক্ষিণ কর্নাটক ও উত্তর কর্নাটকের কোনও কোনও অঞ্চলেও এদিন বৃষ্টি হবে। চলতি বছরে বেশ কয়েকবার বন্যার কবলে পড়েছে কর্নাটক। রাজ্য সরকার জানিয়েছে, তার ফলে ক্ষতি হয়েছে ১১ হাজার কোটি টাকার বেশি।