
দ্য ওয়াল ব্যুরো: কোভিডের ধাক্কায় ঘরোয়া অর্থনীতি এখন কার্যত ভেন্টিলেশনে তথা ‘লাইফ সাপোর্টে’ রয়েছে। কারণ, রাজস্ব আদায় তলানিতে। অর্থনৈতিক বৃদ্ধির পরিবর্তে ২৪ শতাংশ সংকোচন হয়েছে প্রথম তিন মাসে। সেই ধাক্কা সামলাতে ইতিমধ্যে ৭.৬৬ লক্ষ কোটি টাকা ধার নিয়ে সরকার।
বুধবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চলতি আর্থিক বছরের দ্বিতীয় অর্ধে আরও ৪.৩৪ লক্ষ কোটি টাকা ধার করতে হবে।
অর্থ বিষয়ক সচিব তরুণ বাজাজ বুধবার জানিয়েছেন, কোভিডের কারণে এ বার যে আরও ধার নিতে হবে তা মে মাসেই বোঝা গিয়েছিল। বাজেটে স্থির হয়েছিল, চলতি আর্থিক বছরে ৭.৬ লক্ষ কোটি টাকা ধার করার দরকার পড়তে পারে। তখনও করোনাভাইরাসের সংক্রমণ মহামারির চেহারা নেয়নি। কিন্তু মে মাসে গোটা পরিস্থিতি পর্যালোচনা করে সরকার দেখে যে চলতি আর্থিক বছরে ১২ লক্ষ কোটি টাকা ধার করতে হবে।
আরও পড়ুন: কোভিড সামলাতে সরকারের ধার বেড়ে ১২ লক্ষ কোটি টাকা হবে এ বছর, জানাল সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক
বাজাজ জানিয়েছেন, গোটা আর্থিক বছরে ১২ লক্ষ কোটি টাকা ধার করার কথা ছিল। তার মধ্যে ৬৩.৮ শতাংশ তথা ৭.৬৬ লক্ষ টাকা ইতিমধ্যে ধার করেছে সরকার।

তবে অর্থ বিষয়ক সচিব জানিয়েছেন, আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে রাজস্ব আদায়ে উন্নতি হতে শুরু করেছে। ফলে সরকারও কিছু ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে খরচ করতে পারছে। তবে বাজাজ জানিয়েছেন, পূর্ব নির্ধারিত ১২ লক্ষ টাকা ধার করা অপরিহার্য। অর্থাৎ আরও ৪.৩৪ লক্ষ কোটি টাকা ধার করতে হবে।