
দ্য ওয়াল ব্যুরো: গত বার মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন শুরু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। একে তো মহালয় গিয়েছে পুজো আসার এক মাস আগে। অন্যদিকে করোনা সংক্রমণ। তাই এবার অধিকাংশ পুজো ভার্চুয়াল মাধ্যমেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
সোমবার বিকেলে নবান্নের সংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “যে যে জায়গা থেকে রিকোয়েস্ট আসবে সেই উদ্বোধন নবান্ন ভার্চুয়াল মাধ্যমে করব।”.কবে কোন এলাকার পুজোগুলির উদ্বোধন তিনি করবেন তারও তালিকা বলে দেন মমতা।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৫ অক্টোবর উত্তর কলকাতা, ১৬ অক্টোবর বেহালা-যাদবপুর এবং ১৭ অক্টোবর দক্ষিণ কলকাতার পুজোগুলির উদ্বোধন করবেন তিনি।
সোমবার চেতলা অগ্রণীর পুজো উদ্বোধনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। এদিন নবান্ন থেকে প্রথমে যান নজরুল মঞ্চে। সেখানে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার শারদ সংখ্যা উদ্বোধন করেন মমতা। তারপর যান চেতলা অগ্রণীতে। প্রতিমার চক্ষুদানও করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী কোনও পুজো উদ্বোধনে যাওয়া মানেই সেখানে বাড়তি ভিড়, তাঁকে একবার দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কোভিড সংক্রমণের এই সময়ে যা বিপজ্জনক। হতে পারে সেসব চিন্তা করেই মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন।