
দ্য ওয়াল ব্যুরো : আইএসএলের প্রথম বিদেশী কোচ হিসেবে আন্তোনিও লোপেজ হাবাস রবিবার সকালেই এটিকে-মোহনবাগানের গোয়ার শিবিরে যোগ দিচ্ছেন। তাঁর সঙ্গে দলের স্প্যানিশ তারকারাও চলে আসছেন। এমনকি হাবাসের সহকারি হিসেবে যে সাপোর্ট স্টাফরা কাজ করবেন, তাঁরাও যোগ দেবেন একইসঙ্গে। যদিও আসার পরে গোয়ায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের সকলকে।
দলের প্রস্তুতির বিষয়ে খুব কড়া হাবাস। তিনি চাইছিলেন অন্তত ৪৫ দিনের শিবির করে টুর্নামেন্টের জন্য নামতে। সেই মতোই তিনি কর্তাদেরও জানিয়েছিলেন সেই কথা। গতবারের মতোই পরিকল্পনা ছিল এই স্প্যানিশ কোচের। তবে সবুজ মেরুন কর্তারাও এজন্য দারুণ চেষ্টা করেছেন। ক্লাবের কোষাধ্যক্ষ দেবাশিস দত্ত দ্য ওয়াল-কে এই খবর জানিয়ে বলেছেন, ‘‘আমরা চাইছিলাম ওরা যেমন চাইছেন, সেটাই করতে। সেই কারণে আমরা বিমান ভাড়া করে ওদেরকে নিয়ে আসতে পারছি। এজন্য বাড়তি অর্থ লাগলেও সেটি আমাদের করতেই হতো।’’
মাদ্রিদ থেকে শনিবার সকালেই প্যারিস উড়ে গিয়েছেন হাবাস এবং তাঁর স্প্যানিশ ব্রিগেড। তাঁর সঙ্গে আসছেন দলের তিন স্প্যানিশ ফুটবলার জাভি হার্নান্ডেজ, এডু গার্সিয়া এবং তিরি। হাবাসের সঙ্গী চার কোচিং স্টাফও আসছেন একই বিমানে। এঁরা হলেন সহকারী কোচ মানুয়েল পিরেস, গোলকিপার কোচ আঙ্খেল পিন্ডাডো, ফিজিও লুই আলফান্সো মার্তিনেস এবং ফিজিক্যাল ট্রেনার আলভারো রোস বার্নেল। বিমান ঠিকঠাক এলে প্যারিস থেকে রবিবার ভোরে মুম্বই আসার কথা এটিকে মোহনবাগানের স্প্যানিশ ব্রিগেডের। গোয়ায় হাবাসদের পৌঁছনোর কথা রবিবার সকাল সাড়ে সাতটায়।
করোনার জন্য দীর্ঘদিন মাদ্রিদে বাড়িতেই ছিলেন হাবাস এবং তাঁর সঙ্গীরা। করোনার জন্য মরসুম পিছিয়ে যাওয়ায় চিন্তায় ছিলেন আইএসএলের সফলতম কোচ। কোয়ারেন্টাইন পর্ব মিটিয়ে অক্টোবরের তৃতীয় সপ্তাহের আগে মাঠে অনুশীলনে নামার সুযোগ নেই হাবাসের। মাদ্রিদ থেকে কোভোলোসিমের রিসর্টে পৌছে গেলেও ঘরবন্দি থাকতে হবে সবাইকে। সেক্ষেত্রে অনলাইন ক্লাসেই ভরসা করতে হবে তাদের। হাবাসের দলের সুবিধা রিসর্ট থেকে নির্ধারিত অনুশীলন মাঠে যেতে মিনিট পনেরোর বেশি সময় লাগবে না। তা ছাড়া বেনোলিনের মাঠটিতে ফ্লাড লাইট আছে।