ভারত-অস্ট্রেলিয়া সিরিজ: বুক চিতিয়ে লড়ে যাওয়ার সহ্যশক্তি এবং হৃদয়টাই প্রকৃত বিজয়ী
হিন্দোল ভট্টাচার্য
এ যেন জীবনের শিক্ষা! এ যেন পিঠে আলগা করে হাত দিয়ে কেউ বুঝিয়ে দিল, ভেঙে পড়ে যাওয়া সহজ, হাল ছেড়ে দেওয়াও সহজ, কিন্তু যা সহজ নয়, তা হল ঘুরে দাঁড়ান। এই সব কথা সকলেই জানেন। কিন্তু জীবনের মঞ্চে তা করে দেখাতে সকলে সক্ষম হন না।…