
দ্য ওয়াল ব্যুরো: এখনও কোভিড ভ্যাকসিন আবিষ্কার হয়নি। গবেষণার কাজ চলছে জোর কদমে। অন্তত তিনটি সংস্থা দাবি করছে শিগগিরই বেরোবে কোভিডের টিকা।
পরিস্থিতি যখন এমনই তখন বিশ্বব্যাপী সমস্ত স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে দিল ইন্টারপোল। বলা হয়েছে, দেশে দেশে সমাজবিরোধী গোষ্ঠীগুলো ওঁত পেতে বসে আছে। ভ্যাকসিন বেরোলেই জালিয়াতি শুরু করবে।
ফ্রান্সের লিয়ঁ ভিত্তিক গ্লোবাল পুলিশিং এজেন্সির প্রধান জুয়েরজেন স্টক একটি বিবৃতিতে বলেছেন, “সরকার যখন ভ্যাকসিন তৈরির প্রস্তুতি নিচ্ছে, অপরাধমূলক সংস্থাগুলি সরবরাহ শৃঙ্খলা বিঘ্নিত করার পরিকল্পনা করছে।”
সারা দুনিয়ায় এর মধ্যে তিন হাজারের বেশি ভুয়ো ওয়েবসাইট তৈরি হয়েছে। যাতে বলা হচ্ছে, ভ্যাকসিনের ডোজ সংক্রান্ত ভুয়ো তথ্য দেওয়া হচ্ছে। এগুলি সবই আসলে জালিয়াতিচক্র। বেশ কিছু ওয়েবসাইট টিকাকরণের প্রি বুকিং শুরু করেছে বলেও খবর।
ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে এ ব্যপারে পদক্ষেপ করা শুরু হয়েছে। বন্ধ করা হয়েছে ১৭০০-র বেশি ওয়েবসাইট। কিন্তু তা স্বত্তেও ইন্টারপোলের আশঙ্কা, এই প্রবণতা আরও বাড়তে পারে। আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে জালিয়াতির চক্রগুলি।