
দ্য ওয়াল ব্যুরো: প্রথম দিকে সংক্রমণের হার ছিল কম। কিন্তু পরবর্তী সময়ে সেটা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। আর তাতেই এক লাখে পৌঁছল বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা শনাক্তের সংখ্যা এক লাখ পার করেছে, বিশ্বে এমন দেশের সংখ্যা এখন ১৮। এর মধ্যে ১৭ নম্বরে বাংলাদেশ। বৃহস্পতিবার পর্যন্ত দেশে ১ লাখ ২ হাজার ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। হিসেব বলছে, বাংলাদেশে প্রথম ৫০ হাজার রোগীর খোঁজ মিলতে ৮৭ দিন লাগলেও পরের ৫০ হাজার পাওয়া গিয়েছে মাত্র ১৬ দিনে।
বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। এরপর প্রথম ১০০ হতে সময় লাগে ৩০ দিন। এরপরেই গতি বাড়তে থাকে। ৩৮ দিনের মাথায় এক হাজার এবং ৫৮ দিনের মাথায় ১০ হাজার পার করে বাংলাদেশ। তবে প্রথম ১০ হাজার হতে ৫৮ দিন লাগলেও পরের ১০ হাজার শনাক্ত হয় মাত্র ১১ দিনে। এরপর সময় আরও কমে আসে। ৭ দিন, ৬ দিন ও ৫ দিনে ১০ হাজার করে শনাক্ত হতে থাকে। আর শেষ ১০ হাজার পার হয়েছে মাত্র তিন দিনে। এমনটাই দাবি করেছে ঢাকা থেকে প্রকাশিত সংবাদমাধ্যম ‘প্রথম আলো’।
আরও পড়ুন
৫২টি চিনা অ্যাপে তথ্য চুরির ভয়, ব্লক করতে বলে তালিকা প্রকাশ গোয়েন্দা সংস্থার
বাংলাদেশে সংক্রমণের হার সবচেয়ে বেশি রাজধানী ঢাকায়। দেশের স্বাস্থ্য দফতর যে হিসেব দিয়েছে তাতে দেশের ৬৪ জেলাতেই করোনা শনাক্ত হয়েছে। তবে বেশিটাই ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মতো বড় শহরে। এখন অ্যাক্টিভ রোগীর ৪৪ শতাংশ শুধু ঢাকা শহরে। সব মিলিয়ে ঢাকা বিভাগে রোগী প্রায় ৬৫ শতাংশ। এরপর প্রায় ২০ শতাংশ আছে চট্টগ্রাম বিভাগে। রংপুর বিভাগে ৩ শতাংশ ও বাকি পাঁচ বিভাগে ২ শতাংশের কম।
বাংলাদেশে বহু চিকিৎসক, স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। মন্ত্রিসভার সদস্য, সাংসদ, পুলিশ, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি রাজনীতিবিদদের সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। এখনও পর্যন্ত চারজন মন্ত্রী ও আট সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক মন্ত্রী ও এক সাংসদ। দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৪৩। শেষ ১৬ দিনে মৃত্যু হয়েছে ৫১১ জনের।