
দ্য ওয়াল ব্যুরো : চিকিৎসার জন্য বেশ কয়েকদিন ধরে বিদেশে যেতে চাইছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢড়া। সোমবার দিল্লির এক আদালত তাঁকে অনুমতি দিয়েছে। চিকিৎসার পাশাপাশি তিনি বিদেশে ব্যবসারও কাজ করবেন।
টাকা তছরুপের অভিযোগে গত কয়েক বছর ধরে রবার্ট বঢড়ার বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ, তছরুপ করা টাকায় তিনি লন্ডনের ১২ নম্বর ব্রায়ানস্টন স্কোয়ারে একটি সম্পত্তি কিনেছিলেন। তার দাম ১৯ লক্ষ পাউন্ড।
বিশেষ বিচারক অরবিন্দ কুমার সোমবার থেকে দু’সপ্তাহের মধ্যে স্পেনে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত নির্দেশ দিয়েছে, তাঁকে ২৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট জমা দিতে হবে। বিদেশে গিয়ে কোথায় থাকবেন তাও নির্দিষ্ট করে জানাতে হবে।
গত জুন মাসে তাঁকে চিকিৎসার জন্য আমেরিকা ও নেদারল্যান্ডসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তাঁকে ব্রিটেনে যেতে অনুমতি দেওয়া হয়নি। এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট আদালতে বলেছিল, ব্রিটেনে গেলে অভিযুক্ত ব্যক্তি প্রমাণপত্র নষ্ট করতে পারেন।
গত ১ এপ্রিল রবার্টকে বলা হয়, তিনি স্থানীয় আদালতের অনুমতি না নিয়ে বিদেশে যেতে পারবেন না। তাঁকে এখন শর্তাধীনে আগাম জামিন দেওয়া হয়েছে।