
দ্য ওয়াল ব্যুরো: ‘এমনি।’ এইটুকু লিখেই পাশে একটি ভারতীয় পতাকার মোটিফ দিয়ে দু’টি ছবি পোস্ট করেছেন সাংসদ-অভিনেতা দেব। দেখা যাচ্ছে, একটি যুদ্ধবিমানে উঠছেন তিনি। অন্য ছবিতে বিমানের সামনেই দাঁড়িয়ে আছেন।
দেবের এই টুইট দেখে কৌতূহল আছড়ে পড়েছে নেট দুনিয়ায়। ভক্ত-অনুগামীদের প্রশ্ন, কোথায় গেছেন তাঁদের প্রিয় দেবদা? সে কথা অবশ্য টুইটে খোলসা করেননি তিনি। তবে সূত্রের খবর, গোয়ার নৌসেনার ঘাঁটিতে এ ছবি তোলা। সেখানে গিয়েই যুদ্ধবিমানে চড়ে দেখেছেন তিনি।
আসলে, দেব প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। স্থায়ী কমিটির কাজই হল বিভিন্ন সময়ে পরিস্থিতি, পরিকাঠামো পর্যালোচনার জন্য নানা জায়গায় যাওয়া। কখনও কখনও কোনও প্রতিষ্ঠান সম্পর্কে জানতেও যান কমিটির সদস্যরা। দেব স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে তেমনই একটা স্টাডি ট্যুরে গোয়ায় গিয়েছেন। সেখানে নৌসেনা ঘাঁটিতে স্থায়ী কমিটির অন্য সদস্যরাও গিয়েছিলেন। সেখানেই ছবি তুলে পোস্ট করেছেন তিনি।
Emni….🇮🇳 pic.twitter.com/IU94h2hPNm
— Dev (@idevadhikari) January 19, 2021
হাফ-হাতা সাদা শার্ট, ফিটেড প্যান্টে দেবকে দিব্যি দেখাচ্ছে। কোমরে ঝুলছে একটি কালো টুপি। চোখে রোদচশমা। সব মিলিয়ে যেন যুদ্ধবিমানের পাশে দাঁড়ানোর মতোই স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম দেখাচ্ছে তাকে। এ ছবি দেখে তাঁর অনুগামীরা যে আবেগে ভেসে গেছেন, তা বলাই বাহুল্য। তার ওপরে সকলেই মজা পেয়েছেন তাঁর ‘এমনি’ ক্যাপশনে। ভক্তদের তাই দাবি, দেব যেন ‘এমনি এমনি’ এমন সুন্দর সুন্দর ছবি পোস্ট করতেই থাকেন!