
দ্য ওয়াল ব্যুরো: একটা কুকুরকে খেতে দেওয়া এবং তাকে পেটানো নিয়ে বচসা গড়াল রক্তারক্তিতে।
কুকুর কাণ্ডে রণক্ষেত্রের চেহারা নিলো হুগলির চন্দননগরের বোরো সিঙের বাগান। অভিযোগ, রাস্তার কুকুরকে খেতে দেয় পাড়ার লোক। আর তখনই ওই কুকুরদের ধরে পেটায় দুই ভাই। ছোট বাপি এবং বড় বাপি নামে পরিচিত ওই দুই ভাইয়ের বিরুদ্ধে স্থানীয়দের একাংশের অভিযোগ, বারবার বারণ করা সত্ত্বেও এই কাজ করতেন ওরা। রবিবার রাতে একই ঘটনা ঘটে বলে। স্থানীয় বাসিন্দা সঞ্জয় কুণ্ডু প্রতিবাদ করলে ওই দুই ভাই চড়াও হয় তাঁর উপর। সঞ্জয়কে বাঁচাতে গেলে আক্রান্ত হন তাঁর পাশের বাড়ির তিনজন। আহতদের নাম সরমা সাহা (৫৪), কৃষ্ণকান্ত সাহা(৬০) এবং সুব্রত সাহা (৩৫)। তাঁদের ভর্তি করা হয় চন্দননগর মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় সরমা সাহা এবং তাঁর ছেলে সুব্রত সাহাকে মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয় সোমবার রাতে। সরমা সাহার মাথায় ১৯ টি সেলাই পড়েছে। সুব্রতরও আঘাত গুরুতর।
বাপি ব্রাদার্সের পালটা অভিযোগ, ওই কুকুরটা নাকি পাগল। দেখলেই কামড়াতে আসে। তাই পেটানো হয়েছে। এবং সঞ্জয় কুণ্ডুই আগে তাঁদের উপর চড়াও হয়েছিল। চন্দননগর থানার এএসআই প্রদীপ সাহা বলেন, ‘গোটা ঘটনায় মামলা রুজু হয়েছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। মঙ্গলবার বেলা অবধি কাউকে গ্রেফতার করা হয়নি।’