
ষষ্ঠীর সন্ধেতে মাস্ক পরেই সদলবলে টলি-তারকারা, জমে উঠল ড্রাকুলা স্যারের প্রিমিয়ার
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েকমাস পর টলিউডের তারকাদের আবার একসঙ্গে দেখা গেল কলকাতার এক প্রেক্ষাগৃহে। ষষ্ঠীর দিন অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী অভিনীত ‘ড্রাকুলাস্যার’ এর প্রিমিয়ারে নজর কাড়লেন টলিউডের বেশ কিছু পরিচিত মুখ। পুজোর সাজ আর তাঁর সঙ্গে মুখে আবশ্যিক মাস্ক।কোভিড আবহে সাবধানতা অবলম্বন করেই একজায়গায় মিলিত হলেন তাঁরা।
মার্চ মাসের পর এই প্রথম খুলল সিনেমা হল। পুজোর শুরুতেই দেবালয় ভট্টাচার্য’র বহু প্রতীক্ষিত ছবি ‘ড্রাকুলাস্যার’ রিলিজ করে সেখানে। প্রথম শোয়ে টলিউডের তারকাদের চেনা ভিড় দেখা গেল আরও একবার।
তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সবার মুখেই ছিল মাস্ক। একমাত্র ছবি তোলার সময়ই মুখের মাস্ক খোলেন তাঁরা। সিনেমা হলে সামাজিক দূরত্ব বজায় রেখেই বসেছিলেন অভিনেতা অভিনেত্রীরা। বহুদিন পর সিনেমা হল খোলায় ভীষণ খুশি সকলেই।
মিমি চক্রবর্তী পরেছিলেন সিকোয়েন্স কাজের গোলাপি রঙের শাড়ি সঙ্গে সোনার দুল। অন্যদিকে অনির্বাণ পরেছিলেন কালো রঙের পাঞ্জাবি। মাস্ক হাতে নিয়েই ছবি তোলেন তারা।
উপস্থিত ছিলেন বিদিপ্তা চক্রবর্তী, সন্দীপ্তা চ্যাটার্জী, মধুমিতা সরকার, ইশা সাহা । প্রত্যেককেই দেখা যায় পুজোর সাজে। মধুমিতা পরেছিলেন লাল পেড়ে সাদা শাড়ি।
অন্যদিকে বিদিপ্তা, ইশা, সন্দীপ্তাকে দেখা যায় অনন্য সব পোশাকে। সাজ দেখেই বোঝা যাচ্ছে এটা পুজো স্পেশাল।
উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তার স্ত্রী মিথিলা। সৃজিত পরেছিলেন সাদা খাদির পাঞ্জাবির সঙ্গে চান্দেরির জ্যাকেট। অন্যদিকে মিথিলা পরেছিলেন খয়েরী রঙের বাংলাদেশি ঢাকাই শাড়ি। মুখে মাস্ক থাকলেও চোখ ফেরানো যাচ্ছিল না তার থেকে।
উপস্থিত ছিলেন পরিচালক অনিন্দ্য চ্যাটার্জী, অভিনেতা জয় সেনগুপ্ত, সৌরভ দাস। পুজোর সময় একজায়গায় হতে পেরে প্রত্যেকেই ভীষণ খুশি। সাবধানতা মেনে, প্রত্যেকে হলে এসে সিনেমা দেখুক এমনটাই তারা চান।