
দ্য ওয়াল ব্যুরো : ‘অ্যাস প্রমিসড’। মাত্র এই দু’টি শব্দ টুইটারে পোস্ট করেছেন ধনকুবের ইলোন মাস্ক। তার মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছেন, ভারতে টেসলা-র ব্যবসা বাড়ানোর পরিকল্পনা থেকে তিনি সরে আসেননি। মঙ্গলবারই বেঙ্গালুরুতে অফিস খুলেছে টেসলা। এর পরেই মাস্ক ওই টুইট করেন। গত বছর তিনি বলেছিলেন, ভারতে টেসলার গাড়ির দাম যাতে মধ্যবিত্তের নাগালে আসে, সেজন্য চেষ্টা করবেন।
গত অক্টোবরে টেসলার সিইও মাস্ক টুইট করে বলেন, ‘নেক্সট ইয়ার ফর সিওর’। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন, পরের বছর নিশ্চিতভাবেই ভারতে বিনিয়োগ করবেন। টুইটারে মাস্কের একটি ছবিও পোস্ট করা হয়েছিল। তাতে দেখা গিয়েছিল, মাস্কের টি শার্টের বুকে লেখা, ইন্ডিয়া ওয়ান্টস টেসলা। টেসলার ফ্যানদের সাইট টেসমানিয়ান-এ জানানো হয়েছিল, মাস্ক ভারতের পাঁচটি রাজ্যে বিক্রয়কেন্দ্র খুলতে চান। সেই সঙ্গে খুলবেন একটি অফিস, একটি রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট সেন্টার ও একটি কারখানা। টেসলা প্রথমে ভারতের ধনীদের কাছে গাড়ি বিক্রির চেষ্টা করবে।
টেসমানিয়ানের ব্লগে লেখা হয়েছিল, “অনেকের ধারণা, ভারতের বেশিরভাগ মানুষ যেহেতু গরিব, তাই সেখানে টেসলার গাড়ি বিক্রি হবে না। তাঁদের বোঝা উচিত, টেসলা ভারতে সব মানুষের কাছে গাড়ি বিক্রি করতে চায় না। ওই কোম্পানি জনসংখ্যার অপেক্ষাকৃত ছোট একটি অংশের কাছে জনপ্রিয় হতে চায়।”
এর পরে বলা হয়, “ভারতের ১৩০ কোটি মানুষ টেসলার গাড়ি কিনতে পারবেন না। কিন্তু এদেশে সাড়ে আট কোটি মানুষ প্রিমিয়াম গাড়ি কিনতে পারেন।” ব্লগে আরও বলা হয়, ভারতে টেসলার জন্য বিরাট বাজার রয়েছে। এদেশের ধনীতম ব্যক্তিরা অপেক্ষা করছেন কবে টেসলা আসবে।
টেসলার ব্লগে লেখা হয়েছে, “বর্তমানে ভারতে শুল্কের হার খুবই বেশি। তার টেসলার গাড়ি দামি হতে পারে। কিন্তু টেসলা যদি ভারতে উৎপাদন শুরু করে, তাহলে গাড়ির দাম অনেকাংশে কমিয়ে আনবে। ফলে আগামী দিনে মধ্যবিত্তরাও টেসলার গাড়ি কিনতে পারবে।”
কর্নাটক সরকার বেঙ্গালুরুর অদূরে টুমকুরে টেসলাকে জমি দিতে চেয়েছে। তারা চায়, টেসলা সেখানে কারখানা করুক। কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা টুইট করে জানিয়েছেন, টেসলা বেঙ্গালুরুতে রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ইউনিট তৈরি করেছে। তিনি লিখেছেন, ” শীঘ্রই বেঙ্গালুরুতে বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা টেসলার রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস খুলবে। আমি কর্নাটকে ইলোন মাস্ককে স্বাগত জানাব।”