
“স্যার, দেশের প্রধানমন্ত্রী হতে চান?”, ভক্তের প্রশ্নে কী বললেন অমিতাভ
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ অমিতাভ বচ্চন। ফ্যানদের সঙ্গে চ্যাট সেশন হোক বা আড্ডা, কমেন্টের জবাব দেওয়া হোক বা জনগণকে কোনও বার্তা দেওয়ার থাকলেও বিগ বি;র প্রথম পছন্দ সোশ্যাল মিডিয়া। এর পাশাপাশি অবশ্য জীবনের নানা খুঁটিনাটি নিজের ব্লগে শেয়ার করেন সিনিয়র বচ্চন।
সদ্যই ১২ বছর পূর্ণ করেছে অমিতাভ বচ্চনের ব্লগ। তাই নিয়েই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন বিগ বি। আর সেই ইনস্টা পোস্টের কমেন্ট বক্সেই বিগ বি-কে একটি আজব প্রশ্ন করেছেন এক ভক্ত। ওই ব্যক্তি অমিতাভকে জিজ্ঞেস করেছেন, “স্যার আপনি কখনও দেশে প্রধানমন্ত্রী হতে চান?” এমন প্রশ্নের জবাবে দারুণ রসিকতা করেছেন সিনিয়র বচ্চন। তিনি লিখেছেন, “আরে বন্ধু সকাল সকাল শুভ কথাবার্তা বলো।“
রাজনীতির সঙ্গে অমিতাভের যে একেবারেই সম্পর্ক নেই তা কিন্তু নয়। ১৯৮৪ সালে এলাহাবাদে (প্রয়াগরাজ) থেকে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। জিতেওছিলেন বিপুল ভোটে। কিন্তু তিন বছরের মাথাতেই ইস্তফা দিয়ে দেন অমিতাভ বচ্চন। তবে বিগ বি’র এবারের জবাব দেখে নেটিজেনদের একাংশের দাবি যে এখন এটা স্পষ্ট যে আপাতত রাজনীতির ব্যাপারে একেবারেই মাথা ঘামাতেন চান না তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভক্তের সঙ্গে অমিতাভের কথোপকথনের স্ক্রিনশট। বিগ বি’র রসিকতা দেখে নেটিজেনদের অনেকেই বলছেন, “যেকোনও ধরনের প্রশ্নের বাউন্সার কী ভাবে সামলাতে হয় সেটা সিনিয়র বচ্চনের থেকে ভাল কেউ জানেন না।“