
দ্য ওয়াল ব্যুরো: ‘নমস্কার, এক মিনিট…’। খুন করার আগে কোনও সুপারি কিলার যে এভাবে তার শিকারকে রাস্তায় ডেকে দাঁড় করাতে পারে সেটা বোধহয় ২০১২ সালের আগে জানা ছিল না কারও। মিষ্টি হাসির ওই ডায়লগের পর খরচ হত একটামাত্র বুলেট। ব্যাস, খেল খতম।
২০১২ সালেই রিলিজ হয়েছিল সুজয় ঘোষের ছবি ‘কাহানি’। আর সেখানেই দর্শক পরিচিত হয়েছিলেন এক সাংঘাতিক ঠান্ডা মাথার খুনির সঙ্গে। নাম বব বিশ্বাস। চোখে মোটা ফ্রেমের চশমা। পেতে আঁচড়ানো চুল। মুখে সর্বদা লেগেই রয়েছে একচিলতে হাসি। হাতে ধরা কালো ব্যাগ। সেখান থেকেই বেরিয়ে আসত পিস্তল। তারপর জাস্ট ‘এক মিনিট’-এই কাজ হাসিল করত বব বিশ্বাস।
#BobBiswas is coming to 'kill it!'
Happy to associate with Bound Script Production to bring #BobBiswas, played by @juniorbachchan and directed by Diya Annapurna Ghosh. @RedChilliesEnt @gaurikhan @sujoy_g @_GauravVerma https://t.co/uUgNPGJzws— Shah Rukh Khan (@iamsrk) November 25, 2019
বাঙালি পরিচালক সুজয় ঘোষের হাত ধরে সিলভার স্ক্রিনে জনপ্রিয় হয়েছিল ‘বব বিশ্বাস’-এর চরিত্র। পর্দায় এমন এক ঠান্ডা খুনির চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। ফের একবার বিগ স্ক্রিনে ফিরছে ‘বব বিশ্বাস’। তবে সুজয়ের ‘কাহানি’ সিরিজের এই জনপ্রিয় চরিত্রকে এবার পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন পরিচালকের কন্যা অন্নপূর্ণা ঘোষ। ছবির প্রযোজনায় থাকছে শাহরুখ-গৌরীর প্রোডাকশন হাউস ‘রেড চিলিজ’।
তবে চমক অন্য জায়গায়। ‘বব বিশ্বাস’-এর চরিত্রে নতুন ছবিতে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সোশ্যাল মিডিয়ায় তেমনটাই জানিয়েছেন খোদ রেড চিলিজের কর্ণধার শাহরুখ খান। জুনিয়র বচ্চন নিজেও টুইট করে জানিয়েছেন ভীষণ ভাবে উত্তেজিত তিনি। একসঙ্গে অনেক পছন্দের মানুষের সঙ্গে কাজ করতে পারবেন। এই ভেবেই খুশি তিনি। শুধু জুনিয়র বচ্চন নন, উত্তেজিত শাহরুখ নিজেও। সুজয় কন্যার হাত ধরে পর্দায় ‘বব বিশ্বাস’-এর ফেরার খবরে দর্শক মহলেও উন্মাদনার পারদ তুঙ্গে।
Excited to announce my next film!! Bob Biswas.
Can’t wait to get started. Working with many favourites. @iamsrk @gaurikhan @sujoy_g @_GauravVerma #DiyaAnnapurnaGhosh https://t.co/ZvwD63iPGo— Abhishek Bachchan (@juniorbachchan) November 25, 2019
তবে নেট দুনিয়ায় ইতিমধ্যেই দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা। অনেকেই বেশ মুষড়ে পড়ে বলছেন, “বব বিশ্বাসের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়া আর কাউকে ভাবাই যায় না। ওই চরিত্রটাকে পর্দায় নিখুঁত ভাবে ফুটিয়ে তোলার সিংহভাগ ক্রেডিট অভিনেতারই পাওনা। সেই জায়গায় অভিষেক বচ্চন কতটা কী করতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।” তবে জুনিয়র বচ্চনের ভক্তরা বলছেন, “বব বিশ্বাসের চরিত্রকে দারুণ ভাবে পর্দায় প্রেজেন্ট করবেন অভিষেক। সম্প্রতি মনমরজিয়া ছবিতেও তাঁর অভিনয় অনেকদিন মনে রাখার মতো। অতএব অভিনেতা তাঁর নতুন চরিত্রের প্রতিও সুবিচারই করবেন।”
সূত্রের খবর, ২০২০ সালের প্রথম দিকেই শুরু হবে শ্যুটিং। ছবি রিলিজও হবে আগামী বছরেই।