
হৃতিকের ‘এক পলকা জিনা…’, জমিয়ে নাচলেন বাবা-ছেলে জুটি, মুগ্ধ নেট দুনিয়া
দ্য ওয়াল ব্যুরো: হৃতিক রোশনের ‘এক পলকা জিনা…’। ডেবিউ ছবিতে এই গানেই নজর কেড়েছিলেন হৃতিক। বলিউড চমকে গিয়েছিল তরুণ অভিনেতার নাচের নিখুঁত স্টেপিং দেখে।
২০০০ সালে রিলিজ হয়েছিল ‘কহো না প্যার হ্যায়’। কুড়ি বছর পরেও ছবি কিংবা তার গান বিশেষ করে ‘এক পলকা জিনা’-র জনপ্রিয়তা একটুও কমেনি। বরং আজও স্টেজ শোতে এই গানে একবার নাচার জন্য দর্শকদের মধ্যে থেকে অনুরোধ আসে হৃতিকের কাছে। এ বার এই গানের সঙ্গে নেচে নেট দুনিয়া কাঁপালো এক বাবা-ছেলের জুটি।
Hey @iHrithik sir have you seen this…
This made my day…
Thankyou for making my childhood awesome… Love you ❤️#hrithikroshan #ihrithik #hrithik #roshan #Bollywood #myfabactor pic.twitter.com/Z6ys5BKTuj— Roshan Prakash (@roshanprakash5) July 30, 2020
টুইটারে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে কোনও একটি অনুষ্ঠানে জমিয়ে নাচ করছেন বাবা-ছেলে। ব্যাকগ্রাউন্ডে বাজছে রাজেশ রোশনের কম্পোজিশন ‘এক পলকা জিনা…’। হৃতিকের স্টেপের নিখুঁত নকল করতে দেখা গিয়েছে এই বাবা-ছেলে জুটিকে। ছেলে তো নয় তরুণ, ভাল নাচবে এমনটাই প্রত্যাশিত। তবে অবাক করেছেন যুবকের বাবা। যেমন ভরপুর উৎসাহ তেমনই ভাল নাচ। টুইটারিয়ানদের মনজয় করে নিয়েছেন ওই প্রৌঢ়। হৃতিকের অন্যতম বিখ্যাত গান আর আইকনিক ড্যান্স স্টেপে নাচ করার সাহস দেখিয়ে এই বাবা এবং ছেলে যে কোনও ভুল করেননি তা প্রমাণ করে দিয়েছে নেটিজেনদের প্রশংসা ভরা কমেন্ট।
ভিডিও দেখে উচ্ছ্বসিত নেট দুনিয়ায়। প্রায় সকলেই বলছেন, “দুরন্ত নেচেছেন এই জুটি। তবে ছেলেকে ছাপিয়ে গিয়েছেন বাবা। এনার্জি কিংবা নাচের স্টেপ সবেতেই তুখোড় তিনি।” অনেকে আবার হৃতিক রোশনকে একবার এই নাচ দেখার জন্য আবেদন জানিয়েছেন। বাবা-ছেলের পারফরম্যান্সের প্রশংসা থামছেই না সোশ্যাল মিডিয়ায়। যুবকের পাশাপাশি তাঁর বাবার উৎসাহের জন্য তাঁকেও শুভেচ্ছা এবং কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। প্রায় সবাই বলছেন, “সুপার ফাদার-সুপার সন জুটি”।
এই ভিডিও কবে কোথায় তোলা হয়েছে সে ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি। তেমনই জানা যায়নি এই বাবা-ছেলের নাম-ধাম-পরিচয়। তবে তাঁদের নাচের জাদুতে আপাতত মুগ্ধ নেট দুনিয়া।