
দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের স্বজনপোষণ নিয়ে সরব হয়েছেন আমজনতা থেকে ইন্ডাস্ট্রির অনেকেই। আর নেপোটিজমের ক্ষেত্রে সবচেয়ে বেশি না জড়িয়েছে করণ জোহর এবং আলিয়া ভাটের।
ডেবিউ ছবিতেই ধর্মা প্রোডাকশনে সুযোগ পেয়েছিলেন আলিয়া। অনেকেই বলেন মহেশ ভাটের কন্যা হওয়ার সুবাদে স্টার কিডের সমস্ত সুযোগ-সুবিধাই পেয়েছিলেন আলিয়া। এরপর অবশ্য বেশ কিছু ছবিতে দুরন্ত অভিনয় করেছেন মহেশ কন্যা। নেপোটিজমের দৌলতে ছবি পেলেও আলিয়ার অভিনয় প্রশংসা পেয়েছে ‘হাইওয়ে’, ‘উড়তা পঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’-র মতো ছবিতে। তবে এ বার আলিয়ার বিরুদ্ধে উঠেছে নতুন অভিযোগ।
শোনা গিয়েছে, ডিয়ার জিন্দেগি ছবির জন্য পরিচালক গৌরী শিন্ডে প্রথমে অন্য কোনও অভিনেত্রীকে পছন্দ করেছিলেন। তবে শাহরুখ খান এবং করণ জোহর নাকি সেই সময় গৌরীকে বোঝান যে আলিয়াকেই নেওয়া উচিত। ক্রমাগত শাহরুখ এবং করণের কথায় প্রভাবিত হয়েই নাকি আলিয়াকে বেছে নিয়েছিলেন গৌরী। সূত্রের খবর, আলিয়ার আগে ক্যাটরিনা কাইফকে ডিয়ার জিন্দেগি-র জন্য পছন্দ ছিল পরিচালকের। তবে শেষ পর্যন্ত আলিয়াকেই কাস্ট করেন গৌরী।
আলিয়া ভাট নিজেও একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি জানতেন তাঁর আগে গৌরীর পছন্দের তালিকায় অন্য কোনও অভিনেত্রী ছিল। তবে তাঁকে নেওয়ার ব্যাপারে শাহরুখ বা করণ যে পরিচালকের সঙ্গে কোনও কথা বলেছেন সে ব্যাপারে কিছু জানতেন বলেই জানান আলিয়া।
চলতি বছর লকডাউনের জেরে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকায় ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চিলেছে একগুচ্ছ নতুন ছবি। তার মধ্যে রয়েছে মহেশ ভাট পরিচালিত ‘সড়ক-২’। সেই ছবিতে অভিনয় করেছেন আলিয়া। বাবা-মেয়ে দু’জনের বিরুদ্ধেই সুর চড়িয়ে ‘সড়ক-২’ বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ।
এর মধ্যেই ডিয়ার জিন্দেগি ছবি সংক্রান্ত এই তথ্য প্রকাশ পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় কোণঠাসা হয়েছেন মহেশ কন্যা। নেটিজেনদের একাংশের মতে, নেপোটিজমের দৌলতে হয়তো আরও অনেক অভিনেত্রীর কাজ ছিনিয়ে নিয়েছেন আলিয়া। সেই সব তথ্য আগামীদিনে সামনে আসবে এবং করণ জোহর এবং আলিয়া ভাটের জারিজুরি ফাঁস হবে বলেই অনুমান করছেন তাঁরা।