
অমিতাভের ছবি দেখেই ছিটকে সরে গেলেন রেখা! তারপর…
দ্য ওয়াল ব্যুরো: অমিতাভের ছবি দেখেই ছিটকে গেলেন রেখা। ক্যামেরার সামনেই বলে দিলেন, “এখানে ডেঞ্জার জোন রয়েছে।” এক ঝটকায় সরেও গেলেন ওই জায়গা থেকে। সামনে দাঁড়ানো পাপারাৎজির মধ্যে তখন হাসির রোল উঠেছে।
সদ্যই প্রকাশ পেয়েছে বলিউডের বিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রতনানির নতুন বছরের ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডার রিলিজের অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন রেখা। ডাব্বি রতনানির মেয়ের হাত ধরে মঞ্চে প্রবেশ করেন তিনি। সঙ্গে সঙ্গেই পাপারাৎজির তরফে আবেদন আসে, “ম্যাডাম একবার র্যাম্প ওয়াক হয়ে যাক।” পিছনের দেওয়ালে থাকা ডাব্বুর তোলা তারকাদের ছবির সামনে দিয়েই হাঁটা শুরু করেন রেখা। তাঁর হাত ধরে ডাব্বু রতনানির মেয়েকেও র্যাম্প ওয়াক করতে দেখা যায়।
হাঁটতে হাঁটতেই সব ছবি পেরিয়ে বিগ বি’র ছবির সামনে পৌঁছে যান রেখা। ক্যামেরাম্যানরা তখন সেই মুহূর্ত ফ্রেমবন্দি করতে ব্যস্ত। হঠাৎই এক ঝলকে পিছন ফিরে অমিতাভের ছবি দেখে একটু যেন চমকেই গেলেন রেখা। তারপর একগাল হেসে বললনে, “বাবা এটা তো ডেঞ্জার জোন”। কথা শেষ করেই ডাব্বু রতনানির মেয়ের হাত ধরে সটান মঞ্চের মাঝে চলে আসেন রেখা।
নতুন বছর মানেই বলিউড তারকাদের নিয়ে ক্যালেন্ডার শ্যুট করবেন ডাব্বু রতনানি। চলতি বছর নিজের সব রেকর্ড ভেঙেছেন ডাব্বু নিজেই। তাঁর হাতের জাদুতে বোল্ড লুকে লেন্সবন্দি হয়েছেন কিয়ারা আডবাণী, সানি লিওন এবং ভূমি পেন্ডনেকর। তালিকায় রয়েছেন ঐশ্বর্য রাই, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং বিদ্যা বালানও। নতুন নায়িকাদের মধ্যে একদম নয়া লুকে হাজির হয়েছেন কৃতী স্যানন এবং অনন্যা পাণ্ডে। রয়েছেন বিটাউনের হিরোরাও। তবে সইফ আলি খান, অভিষেক বচ্চন এমনকি ভিকি কৌশলকেও দশ গোল দিয়েছেন নায়িকারা, বিশেষ করে কিয়ারা আডবাণী।