‘স্বাভিমান’ সিরিয়াল ফিরছে ২৫ বছর পর, যার বাংলা নাম ছিল ‘আত্মসম্মান’
শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সালটা ১৯৯৪। 'স্বাভিমান'। বাংলায় 'আত্মসম্মান'। দূরদর্শন ন্যাশনাল চ্যানেলে দুপুর সাড়ে তিনটের জনপ্রিয় সিরিয়াল, যা প্রথম ৮০০ এপিসোডের সুপার ডুপার হিট মেগা হয়ে ওঠে। সেই 'স্বাভিমান' সিরিয়ালই ২৫ বছর পূর্ণ করল। সেই উপলক্ষে…