
‘চিরবিদায় দিয়েগো, যতদিন ফুটবল থাকবে ততদিন শাশ্বত হয়ে থাকবেন আপনি’
দ্য ওয়াল ব্যুরো: গত মাসে যখন বুয়েনস এয়ার্সের হাসপাতাল জানাল, দিয়েগো মারাদোনার ছোট্ট অস্ত্রোপচার সফল হয়েছে, তখন হাসপাতালের বাইরে জনতার উচ্ছ্বাস ছিল উত্সবের মতো।
সেই তিনিই, ফুটবলের রাজপুত্র বিদায় নিলেন জীবনের ময়দান থেকে। কার্ডিয়াক অ্যারেস্টকে আর ড্রিবল করতে পারলেন না। তাঁর মৃত্যুর পর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন লিখেছে, “চিরবিদায় দিয়েগো, যতদিন ফুটবল থাকবে ততদিন শাশ্বত হয়ে থাকবেন আপনি।”
বিশ্ব ফুটবলের মানচিত্রে আর্জেন্টিনাকে চিনিয়েছিলেন মারাদোনাই। ১৯৮৬-র মেক্সিকো বিশ্বকাপে। কলকাতায় সেবার কবিতা লেখা হয়েছিল, কবি অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন, “মেক্সিকোতে যাচ্ছে শোনা, মারাদোনা, মারাদোনা।”
সেবারই মারাদোনার একক মুন্সিয়ানায় সোনালি ট্রফি জিতেছিল আর্জেন্টিনা। তার আগে মারিও ক্যাম্পেসের নেতৃত্বে ১৯৭৮-সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা কিন্তু তাতে এমন হিল্লোল ছিল না।
‘হ্যান্ড অফ গড’ থেকে ৯০-এ ক্লিন্সম্যানের জার্মানির বিরুদ্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়া, নাপোলি থেকে বার্সিলোনা– মারাদোনা ছিলেন বর্ণময়।
কার্যত ঈশ্বরবিহীন ফুটবল পড়ে রইল পৃথিবীতে।