
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া মালিপাঁচঘরা থানা এলাকায় একটি ছিট কাপড়ের গুদামে আগুন লেগে ক্ষতি হল কয়েক লক্ষাধিক টাকা!
দমকল ও পুলিশ সূত্রের খবর, আঝ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ মালিপাঁচঘরার জেএন মুখার্জী রোডের পণ্ডিত ঘাট এলাকায় আগুন লাগে গুদামটিতে। আশেপাশে আরও অনেক কারখানা ও গুদামে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু এলাকাবাসী ও পুলিশের তৎপরতায় সে আগুন ছড়িয়ে পড়েতে পারেনি।
জানা গেছে, দমকল পৌঁছনোর আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাম্পের ব্যবস্থা করে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর কাজে সহায়তা করে কারখানার শ্রমিক ও এলাকার মানুষজনও। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। শেষমেশ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছিট-কাপড় বোঝাই গোডাউনটি বন্ধ অবস্থায় ছিল। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। প্রচুর পরিমাণে কাপড় মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোডাউনটিকে। দমকল সূত্রে জানা গেছে, প্রচুর পরিমাণ কাপড় থাকলেও আগুন নেভানোর পর্যাপ্ত কোনও ব্যবস্থা ছিল না গুদামে।
পুলিশ জানিয়েছে, ডেকে পাঠানো হয়েছে ওই গুদামের মালিককে। গুদামের ফায়ার লাইসেন্স আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে মালিপাঁচঘরা থানার পুলিশ ও দমকল।