
দ্য ওয়াল ব্যুরো: আর সবকিছু চলতে পারে। কিন্তু ঘুমের সঙ্গে আপস? নৈব নৈব চ। সহজ সুখের চাবকাঠিই হচ্ছে পর্যাপ্ত এবং আরামদায়ক ঘুম। তাই ঘুমকে সবার থেকে সরিয়ে আলাদা করে রাখেন তিনি। নিজের নিদ্রাপ্রীতির কথা এভাবেই টুইটারে ফাঁস করেছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।
তবে এর পাশাপাশি একটা ছোট্ট ট্যুইস্টও জুড়ে দিয়েছেন। একটিমাত্র শর্তেই জোরালো ঘুম খানিকের জন্য মুলতবি রাখতে প্রস্তুত বিগ বি। সেই শর্তের নাম সোশ্যাল মিডিয়া। আর একটু ভাঙলে, তাঁর অগণিত ভক্তকুল। স্রেফ অনুরাগীদের ভালবাসাই মাঝেমধ্যে তাঁর দু’চোখের পাতা এক করতে দেয় না। টুইটারে নিজের ঘুমন্ত ছবি পোস্ট করে এই রহস্য খোলসা করেছেন বর্ষীয়ান অভিনেতা। তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে হাই উঠল। ভাবলাম বিছানায় গড়িয়ে পড়া যাক। কিন্তু তখনই মনে হল, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা খোলাই আছে। কিছু পোস্ট করা যাক! আমার এই বৃহত্তর পরিবার সবার চেয়ে দামি। বিশেষ করে হাই তোলার চেয়েও গুরুত্বপূর্ণ তো বটেই।… সকলকে শুভরাত্রি।’
যদিও এই পোস্টের তলায় অনুরাগীরা মজাদার মন্তব্য করতে ছাড়েননি। কেউ লিখেছেন, ‘আপনি তো ঘুমিয়ে। তাহলে ছবিটা কে তুলেছে?’ অনেকে আরও এক পা বাড়িয়ে মন্তব্য করেছেন, ‘ছবিটা টুইটই বা করল কে?’
যদিও ৭৮ বছরে পা দিয়েও অমিতাভের ফিল্মি কেরিয়ার কিন্তু থেমে নেই। হলউডের ছায়াছবি ‘দ্য ইন্টার্ন’-এ রিমেকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করছেন তিনি। এর আগে ঋষি কাপুরের কাজ করার কথা থাকলেও তাঁর মৃত্যুর পর অমিতাভ রাজি হন।
এ ছাড়া ‘চেহরে’ নামে একটি থ্রিলারেও ক্রিমিনাল লইয়ারের ভূমিকায় অমিতাভের কাজ করার কথা। এই ফিল্মে তাঁর সঙ্গে রয়েছেন ইমরান হাশমি। অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’, ‘ঝুন্ড’ এবং ‘মে-ডে’-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিগ বি। গত বছর করোনা আক্রান্ত হলেও আপাতত সুস্থ রয়েছেন তিনি। কিছুদিন আগে ভ্যাকসিন নিয়েছেন। তারপর ট্যুইটারে সে ছবি টুইটও করেছেন অমিতাভ।