দ্য ওয়াল ব্যুরো : পিএনবি কেলেংকারির অন্যতম নায়ক নীরব মোদীকে বন্দি করে ভারতে আনার চেষ্টা চালাচ্ছে সিবিআই। তাঁর বিরুদ্ধে বন্দি প্রত্যর্পণের মামলা চলছে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। তিনি বলেন, এক কংগ্রেস সদস্য তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নীরব মোদীকে ভারতে আনতে বাধা দিচ্ছেন। তিনি পলাতক শিল্পপতির হয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন।
মন্ত্রীর কথায়, “নীরব মোদীর ব্যাপারে এক সন্দেহজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। তাতে মনে হয়, কংগ্রেস তাঁকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করছে।” পরে তিনি আরও নির্দিষ্ট করে বলেন, “কংগ্রেসের হয়ে কাজ করছেন এক প্রাক্তন বিচারপতি। তিনি ব্রিটেনে বিচারব্যবস্থাকে প্রভাবিত করতে চাইছেন। আমাদের তদন্তকারী সংস্থা এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে।”
রবিশংকর প্রসাদ অবশ্য বলেননি, তিনি কোন বিচারপতির কথা বলতে চাইছেন। কিন্তু বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সরাসরি বলেন, “বম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভয় থিপসে নীরব মোদীর হয়ে সাক্ষী দিয়েছেন।” এই প্রসঙ্গে তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কথা উল্লেখ করেন। তাঁর কথায়, “রাহুল একাধিকবার নীরব মোদীকে নিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেছেন। কিন্তু রাহুলের ঘনিষ্ঠ অভয় থিপসে নীরব মোদীর হয়ে সাক্ষ্য দিয়েছেন। রাহুল কি চান না নীরব মোদীকে ভারতে নিয়ে আসা হোক? রাহুলের সঙ্গে কি নীরবের কোনও সম্পর্ক আছে?”
यहाँ भारत में राहुल गाँधी नीरव मोदी को ले,सरकार से सवाल पूछते है ..
दूसरी तरफ़ राहुल के ख़ास एवं Congress के Abhay Tipsay (पूर्व judge) नीरव मोदी के पक्ष में गवाह बनते है
आख़िर ऐसा क्या है जो राहुल नहीं चाहते नीरव भारत आए?
उस रात पार्टी में राहुल और नीरव में क्या लेन देन हुई थी? pic.twitter.com/jrHDeDP6B2— Sambit Patra (@sambitswaraj) May 14, 2020
নীরব মোদীর বিরুদ্ধে অভিযোগ, তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকা চুরি করেছেন। একাজে তাঁর সঙ্গী ছিলেন মেহুল চোকসি। তিনি নীরবের কাকা। সি বি আই ও ইডি-র তদন্তে জানা যায়, নীরব মোদী চুরি করা অর্থের এক বিরাট অংশ পরিবারের কয়েকজনের অ্যাকাউন্টে রেখেছেন।
৪৯ বছর বয়সী নীরব মোদী গত বছর ব্রিটেনে গ্রেফতার হন। তিনি এখন দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ জেলে আছেন। গত ১১ মে তাঁর বিরুদ্ধে বন্দি প্রত্যর্পণ মামলার শুনানি শুরু হয়েছে। শুনানি চলবে পাঁচদিন।
ইডি ইতিমধ্যে নীরব মোদীর ১৮৭৩ কোটি টাকার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই সম্পত্তির বেশিরভাগই ছিল বিদেশে। একটি সূত্রের খবর, হংকং, সুইজারল্যান্ড, ব্রিটেন, আমেরিকা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরশাহি থেকে নীরব মোদীর ৯৬১ কোটি ৪৯ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।