
দ্য ওয়াল ব্যুরো: উত্তর কাশ্মীরের বারামুলার কেরি গ্রামে আজ দুপুর কাশ্মীরের বিশিষ্ট সাংবাদিক সুজাত বুখারির শেষকৃত্য হল। ওই গ্রামেই বুখারির জন্ম হয়েছিল। অন্ত্যেষ্টির সময় উপস্থিত ছিলেন কয়েকশ মানুষ। তাঁদের মধ্যে স্থানীয় গ্রামবাসীরা যেমন ছিলেন, তেমনই ছিলেন প্রয়াত সম্পাদকের বন্ধুরা।
কাশ্মীরের সংবাদপত্র ‘রাইজিং কাশ্মীর’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বুখারি। তাঁর বয়স হয়েছিল ৫২। গতকাল সন্ধ্যায় জঙ্গিদের গুলিতে তিনি নিহত হন।