
শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় সাড়ে ৩ হাজার, বাংলাদেশে একদিনে এটাই সর্বোচ্চ, মৃত্যুতেও রেকর্ড
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য দফতর যে অনলাইন ব্রিফিং দিয়েছে তাতে শুক্রবার জানানো হয়, দেশে করোনা শনাক্ত হয়েছে ৮১ হাজার ৫২৩ জনের। মৃত্যু হয়েছে ১ হাজার ৯৫ জনের। নতুন মৃত্যু হওয়া ৪৬ জনের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন মহিলা।
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ব্যক্তির করোনা শনাক্ত হল। গত ২৪ ঘণ্টায় ৩,৪৭১ জনের শরীরে করোনাভাইরাস মিলেছে। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও ছিল এদিন সর্বোচ্চ। মারা গেছেন ৪৬ জন। সব মিলিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা ৮০ হাজার ছাড়াল।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য দফতর যে অনলাইন ব্রিফিং দিয়েছে তাতে শুক্রবার জানানো হয়, দেশে করোনা শনাক্ত হয়েছে ৮১ হাজার ৫২৩ জনের। মৃত্যু হয়েছে ১ হাজার ৯৫ জনের। নতুন মৃত্যু হওয়া ৪৬ জনের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন মহিলা।
আরও পড়ুন
লকডাউনে যারা মাইনে দিতে পারেনি, জুলাই পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়: সুপ্রিম কোর্ট
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে সুস্থ হয়েছেন ৫০২ জন। এ নিয়ে সর্বমোট ১৭ হাজার ২৫০ জন সুস্থ হয়েছেন। এর আগে বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ১৮৭ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৭ জন।
ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের দিন ১৫ হাজার ৭৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি নমুনা। সে দেশের ৫৯টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় সংক্রমিত কোনও ব্যক্তির খোঁজ মেলে। আর প্রথম মৃত্যুর ঘটনা ১৮ মার্চ। এর পর থেকে রোজই বেড়ে চলেছে আক্রান্তে সংখ্যা। এদিনও সরকারের তরফে করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করা হয়েছে।